তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কলকাতা মেডিকেল কলেজ চত্বর। মেডিকেল কলেজের স্টাফ কোয়ার্টারের সামনে চলল গুলি। স্থানীয়দের অভিযোগ পুরনো শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে এদিন সংঘর্ষ বাধে। পুলিশ সূত্রে খবর, পাশের পাড়ার বাসিন্দা, ভিকি আলী নামে এক তৃণমূল কর্মী তার সাঙ্গোপাঙ্গ নিয়ে মেডিকেল কলেজের ৫ নম্বর গেটের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে এলাকার অপর গোষ্ঠীর কিছু তৃণমূল কর্মী গালিগালাজ করে। তা থেকেই গন্ডোগোলে সূত্রপাত। অভিযোগ এরপরেই ভিকি নিজের পাড়ায় ফিরে গিয়ে লোকজন নিয়ে এসে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। বেশকিছু গাড়ি ভাঙ্গার পাশাপাশি তারা তিন রাউন্ড গুলিও চালিয়েছে বলে অভিযোগ। পেশায় মেডিকেল কলেজ হাসপাতালের গ্রুপ ডি স্টাফ এবং এলাকার তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউবাজার থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে চার্জ করে পুলিশ।