Advertisement

দেশ

প্রথমেই ১ কোটি ভ্যাকসিন পাবেন কারা? প্রধানমন্ত্রীর আশ্বাসবাণীর পর জানাল স্বাস্থ্যমন্ত্রক

Aajtak Bangla
  • 04 Dec 2020,
  • Updated 7:41 PM IST
  • 1/7

দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  আগামী দিনে ভ্যাকসিন সরবরাহ কীভাবে করা হবে সেই বিষয়টি নিয়েই  আলোচনা হয় বৈঠকে।  ভার্চুয়ালি এই বৈঠকে সব দলের সাংসদদেরই উপস্থিত থাকতে আহ্বান জানান হয়েছিল। 
 

  • 2/7

বৈঠকে প্রধানমন্ত্রীকে আশারবাণী শোনাতে দেখা গেছে। মোদী বলেন, আর কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরেই প্রস্তুত হয়ে যাবে বহু প্রতীক্ষিত করোনা টিকা। 
 

  • 3/7

ভারতীয় টিকাই যে দেশবাসীদের জন্য ব্যবহার করা হবে, সেই ইঙ্গিতও দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন যে বিশেষজ্ঞরা মনে করছেন খুব বেশি অপেক্ষা করতে হবে না টিকার জন্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনা টিকা তৈরি হয়ে যাবে। তিনি বলেন কেন্দ্র এখন কেবল বৈজ্ঞানিকদের সবুজ সঙ্কেতের প্রতীক্ষা করছে। 
 

  • 4/7

এদিকে ভ্যাকসিন আসলেই দেশের এক কোটি স্বাস্থ্যকর্মীকে সবার আগে তা দেওয়া হবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।  সর্বদলীয় বৈঠকে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এ কথা ঘোষণা করেছে সরকার। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের স্বাস্থ্যকর্মীরাই টিকাকরণে অগ্রাধিকার পাবে বলে জানানো হয়েছে।
 

  • 5/7

সর্বদলীয় বৈঠকে এই প্রেজেন্টেশন পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। সেখানে তিনি বলেন, ডাক্তার ও নার্স মিলিয়ে প্রথমে এক কোটি স্বাস্থ্যকর্মীকে সবার আগে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। 
 

  • 6/7

স্বাস্থ্যকর্মীদের পর ২ কোটি ফ্রন্টলাইনার কর্মীদের টিকাকরণ করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই কর্মীদের মধ্যে থাকবেন পুলিশকর্মী, সেনা আধিকারিক, পুরসভার কর্মী ও অন্যান্যরা।

  • 7/7

সুতরাং  সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করা  ৩ কোটি মানুষের টিকাদান সম্পূর্ণ হওয়ার পরেই সাধারণ মানুষ পাবেন ভ্যাকসিন। যদিও প্রধানমন্ত্রী  জানিয়েছেন, কো-মর্বিডিটি থাকলে তাঁদেরও প্রাধান্য দেওয়া হবে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে।

Advertisement
Advertisement