Advertisement

দেশ

উষ্ণতম ২০২০ সাল! ১৯০১-এর পরে অষ্টম, জানাল IMD

Aajtak Bangla
  • 04 Jan 2021,
  • Updated 11:52 PM IST
  • 1/5

১৯০১ সালের পরে অষ্টম উষ্ণতম বছর ২০২০ সাল। যদিও ২০১৬ সালের তুলনায় তাপমাত্রার পারদ ওতোটা বৃদ্ধি পায়নি। ২০১৬ সালে এই দশকে এখনও পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।সোমবার এই তথ্য দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ছবি- রয়টার্স

  • 2/5

আইএমডি জানিয়েছে, ২০০১ থেকে ২০১০ এবং ২০১১ থেকে ২০২০ সবথেকে উষ্ণ দশক ছিল। এই সময়ে গড় তাপমাত্রা ছিল ০.২৩ ডিগ্রি সেলসিয়াস ও ০.৩৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রার আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে। 

  • 3/5

আইএমডির তথ্য অনুযায়ী, ১৯০১ সালের পরে ১৫টি উষ্ণতম বছরের মধ্যে ১২টি গত বছরের মধ্যে ছিল। অর্থাৎ ২০০৬ থেকে ২০২০ সালের মধ্যে।

  • 4/5

আইএমডি জানিয়েছে, ২০২০ সালের গোটা বছরের স্থলভাগের গড় তাপমাত্রা ০.২৯ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। (১৯৮১ থেকে ২০১০ সালের তথ্য অনুযায়ী)। ছবি-পিটিআই

  • 5/5

বিশ্ব উষ্ণায়নের জেরে গোটা বিশ্বেই তাপমাত্রা বাড়ছে। আবহাওয়ার গতিপ্রকৃতি বদলাচ্ছে। ভারতও তার ব্যতীত নয়। শেষ দুই দশকে তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১ থেকে শুরু হচ্ছে নয়া দশক। এই সময়ে তাপমাত্রার বৃদ্ধির দিকে নজর থাকবে সবার। 

Advertisement
Advertisement