সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ শুরু করল প্রশাসন ও সেনাবাহিনী। মূলত সেনাবাহিনীর হেলিকপ্টারে তাঁদের নামিয়ে আনা হচ্ছে। সোমবার উত্তর সিকিমের লাচেন থেকে ভারতীয় সেনাবাহিনীর কপ্টার দুটি ব্যাচে পর্যটকদের বিমানে তুলে এনেছে। আরও বহু লোককে এভাবেই নামিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
মঙ্গনের রিংহিম হেলিপ্যাড থেকে পর্যটকদের এয়ারলিফট করে পাকিয়ং বিমানবন্দরে নামানো হয়েছে। সেখান থেকে শিলিগুড়ি নামিয়ে আনা হবে। এই পর্যটকরা ৪ অক্টোবর সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির ফলে ঘটা বিপর্যয়ের পর থেকে আটকে ছিলেন।
সোমবার আবহাওয়া পরিষ্কার থাকায় পর্যটকদের এয়ারলিফট করা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ এবং অসামরিক প্রতিরক্ষা দফতর।
মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং সোমবার তাঁর সরকারি বাসভবন মিন্টোকগ্যাং-এ একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডেকেছেন। মুখ্যমন্ত্রী ৪ অক্টোবর ঘটে যাওয়া বিপর্যয়ের কারণে সৃষ্ট ব্যবস্থা এবং পুনরুদ্ধারের কাজগুলি সাজানোর জন্য আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব শ্রী ভিবি পাঠক সহ সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, ইস্টার্ন কমান্ডে জিওসি, লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা, জিওসি ৩৩ কর্পস, লেফটেন্যান্ট জেনারেল ভিপিএস কৌশিক, জিওসি ১৭তম মাউন্টেন ডিভিশন, মেজর জেনারেল অমিত কাবথিয়াল।
এই বৈঠকটিতে সঙ্কটে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও পুনর্বাসন নিশ্চিত করতে হাত মিলিয়ে কাজ করার জন্য সরকারের প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিয়ে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে গোটা বিষয়টিকে অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় বন্দোবস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় বিমানবাহিনীর অধীনে MI 17 চপার এবং চিনুক হেলিকপ্টারগুলি পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে পর্যটকদের অব্যাহত সরিয়ে নেওয়ার সময় সফলভাবে অবতরণ করেছে, লাচুং থেকে সত্তরজন প্রাপ্তবয়স্ক এবং সাতটি শিশুকে সরিয়ে নিয়েছে।
শিলিগুড়ি যাতায়াত সহজ করতে সিকিম সরকার একটি বাসের ব্যবস্থা করেছে। পর্যটক বাসে করে গ্যাংটকের দিকে যাচ্ছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছিল রবিবার পর্যন্ত মঙ্গল লাচুং লাচেন চৌংথাং লোনাক এলাকায় প্রায় তিন হাজার পর্যটক আটকে রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তবে কিছু কিছু দিল্লি, জয়পুর এবং দেশের অন্যান্য এলাকার বাসিন্দা রয়েছেন।
বুধবার থেকে শনিবার পর্যন্ত ওটা সাড়ে তিন হাজার পর্যটক সিকিম থেকে শিলিগুড়িতে ফিরেছেন পর্যটকদের নিয়ে ঋষি রেনক ধরে সমতলে নেমেছে প্রায় ১২০০ এবং সিংলা হয়ে ৩৭০ টি গাড়ি হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন পর্যটকদের সর্বোচ্চ হবে সাহায্য করা হচ্ছে প্রশাসন এবং সেনাবাহিনীর পাশাপাশি টুরিজম স্পেক হন্ডার গুলিও বেসরকারিভাবে প্রচুর সহায়তা করছে