Advertisement

দেশ

নববর্ষের উপহার, ৩২ লক্ষ অ্য়াকাউন্টে ২ লাখ টাকা পর্যন্ত দেবে কেন্দ্র

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2022,
  • Updated 7:32 PM IST
  • 1/8

নতুন বছরে সরকারি কর্মীদের বাম্পার উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। চলতি মাসেই ৩২ লক্ষ কেন্দ্রের কর্মচারি পেতে চলেছেন মহার্ঘ ভাতা। তা-ও বকেয়া-সহ। 

  • 2/8

গত ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 

  • 3/8

বকেয়া দেওয়া হলে চলতি মাসে ৩১ লক্ষের কাছাকাছি কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষাধিক টাকা। 

  • 4/8

জানা গিয়েছে, ১ মার্চ ২০১৯ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারি ছিলেন ৩১.৪৩ লক্ষ। কোভিড পরিস্থিতির কারণে তাঁদের ডিএ বকেয়া রেখেছে সরকার। 

  • 5/8

চলতি মাসেই ১৮ মাসের বকেয়া ডিএ কেন্দ্র মেটাতে বলে খবর। সেটা হলে ২ লক্ষের বেশি পাবেন এক একজন সরকারি কর্মী।

  • 6/8

সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের আগামী বৈঠকে বকেয়া ডিএ মেটানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ডিএ ও ডিআর বাড়ানোর কথাও ঘোষণা হতে পারে।

  • 7/8

বলে রাখি গতবছর ডিএ ১৭ শতাংশ ও ডিআর ৩১ শতাংশ বাড়ানো হয়েছে। 

  • 8/8

মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কর্মচারিদের ডিএ এবং ডিআর দেয় কেন্দ্র। ১৮ মাসের ডিএ-র অনুমোদন দেওয়া হলে লেবেল ১-র কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা ১১,৮৮০ থেকে৩৭,৫৫৪ টাকা পাবেন। ১,৪৪,২০০-২,১৮,২০০ টাকা পাবেন লেবেল ১৩-র কর্মীরা। 

Advertisement
Advertisement