Advertisement

দেশ

হায়দরাবাদে ৪ সিংহ COVID পজিটিভ! দেশে এই প্রথম পশুর দেহেও করোনা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 04 May 2021,
  • Updated 7:15 PM IST
  • 1/6

ভারতে এবার পশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। এই প্রথমবার দেশে পশুদের মধ্যে খুঁজে পাওয়া গেল এই মারণ ভাইরাসকে। হায়দ্রাবাদে নেহেরু জ্যুওলজিক্যাল পার্কে সম্প্রতি ৪টি সিংহ ও ৪টি সিংহীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

  • 2/6

১৯ এপ্রিল ওই সিংহগুলোর সোয়াব টেস্ট করা হয়। তখনই রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, সিংহগুলো দ্রুত সুস্থ হচ্ছে। খাবারও খাচ্ছে নিয়মিত ।

  • 3/6

পয়লা মে থেকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক সমস্ত চিড়িয়াখানা, পার্ক এবং শতাব্দী বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আপাতত ওই সিংহগুলোকে কড়া পর্যেবক্ষণ করা হয়েছে। মলের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

  • 4/6

জানা গিয়েছে, চিড়িয়াখানার কর্মীরা প্রথমে সিংহগুলোকে বেহুঁশ করে দেয়। তারপরে শ্বাসনালী থেকে নমুনা সংগ্রহ করে। 
 

  • 5/6

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত চিন্তাজনক কিছু নেই। করোনার নতুন রূপে সংক্রমিত হয়নি এই সিংহগুলি। পুরনো রূপে সিংহগুলো সংক্রিমত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। 

  • 6/6

কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ হায়দরাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্কে গাইডলাইনও পাঠিয়েছে।  এই সময়ে কী করবেন এবং কী করবেন না তাও জানিয়েছে। এই মুহূর্তে চিড়িয়াখানাটি বন্ধ হয়ে গেছে। এখানে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
 

Advertisement
Advertisement