লিওনেল মেসির ভারত সফর এমনিতেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু বনতারায় (Vantara) গিয়ে অনন্ত আম্বানির (Anant Ambani) কাছ থেকে যে উপহার পেলেন বিশ্বফুটবলের এই মহাতারকা, তা গোটা সফরকে নিয়ে গেল একেবারে অন্য উচ্চতায়।
উপহার রিচার্ড মিল RM 003-V2 GMT টুরবিয়োঁ ‘এশিয়া এডিশন’, ঘড়ির দুনিয়ায় একেবারে কিংবদন্তি স্তরের নাম। যার বাজারদর প্রায় ১০ কোটি ৯০ লক্ষ টাকা।
এই ঘড়ি শুধু বিলাসবহুল নয়, ঘড়িপ্রেমীদের কাছে এটি ‘রেয়ারিটি’ আর ‘স্ট্যাটাস’-এর প্রতীক।
বনতারায় পৌঁছনোর সময় মেসির হাতে কোনও ঘড়ি দেখা যায়নি। কিন্তু সফর শেষ হওয়ার আগে তাঁর কবজিতে ঝলমল করতে দেখা যায় কালো কার্বন কেসের সেই দুর্লভ রিচার্ড মিল। RM 003-V2 ‘Asia Edition’-বিশ্বজুড়ে মাত্র ১২টি তৈরি হয়েছিল এই মডেল। তার মধ্যেই একটি এখন লিওনেল মেসির ব্যক্তিগত সংগ্রহে।
স্কেলেটন ডায়াল, টুরবিয়োঁ মেকানিজ়ম এবং GMT ফাংশনের সমন্বয়ে এই ঘড়ি রিচার্ড মিলের প্রাথমিক যুগের সবচেয়ে আইকনিক ডিজ়াইনগুলোর অন্যতম। ঘড়িবিশেষজ্ঞদের মতে, এটি কেবল দামি অলংকার নয়, বরং ঘড়ির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
রিচার্ড মিল বরাবরই পরিচিত পারফরম্যান্স-কেন্দ্রিক দর্শনের জন্য, হালকা অথচ অত্যন্ত জটিল যান্ত্রিক গঠন। ঠিক যেমন মাঠে মেসির খেলা, দ্রুত, নিখুঁত ও বুদ্ধিদীপ্ত। কালো কার্বন কেস আর খোলা ডায়ালে প্রযুক্তির প্রদর্শন যেন মেসির ফুটবল দর্শনেরই প্রতিচ্ছবি।
এই উপহারকে নিছক সৌজন্য নয়, বরং প্রতীকী বলেই দেখছেন বিশেষজ্ঞরা। একদিকে বিশ্বসেরা ফুটবলার, অন্যদিকে আধুনিক ঘড়ি-প্রকৌশলের শিখর, দুটি এলিট জগতের এক অনন্য মিলন।
মেসির ঘড়ির সংগ্রহ নতুন নয়। বহুদিন ধরেই তাঁর হাতে দেখা যায় রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা ‘লে মানস’। ১৮ ক্যারেট ইয়েলো গোল্ডের এই ঘড়িটি ২৪ আওয়ার্স অফ লে মানস রেসের ১০০ বছর পূর্তি উপলক্ষে তৈরি। কালো ডায়াল, সাদা ‘পল নিউম্যান’ সাব-ডায়াল এবং বেজ়েলে লাল রঙে লেখা ‘১০০’—এই বৈশিষ্ট্যই ঘড়িটিকে আধুনিক যুগের সবচেয়ে সংগ্রহযোগ্য রোলেক্সগুলোর একটি করে তুলেছে।
২০২৫ সালে মেসির সংগ্রহে যোগ হয় আরও এক চমক, ‘বার্বি’ রোলেক্স ডেটোনা। গোলাপি টোনের এই ঘড়িটি রোলেক্সের অফিসিয়াল ক্যাটালগেই নেই। জানা যায়, মাত্র ১০টি তৈরি হয়েছিল, একেবারে ব্র্যান্ডের সবচেয়ে এলিট ক্লায়েন্টদের জন্য।
মেসির সংগ্রহে রয়েছে পাটেক ফিলিপ ওয়ার্ল্ড টাইম মিনিট রিপিটার-ঘড়িপ্রেমীদের কাছে একেবারে ‘কনোসিয়র-লেভেল’ পিস। হোয়াইট গোল্ড কেস, এনামেল ডায়ালে লেক জেনেভার স্টিমবোটের নকশা, আর ভেতরে ক্যালিবার R 27 HU—একই সঙ্গে ওয়ার্ল্ড টাইম ও মিনিট রিপিটার ফিচার।
এ ছাড়াও রয়েছে পাটেক ফিলিপ নটিলাস ৫৭১১/১১১পি-০০১-প্ল্যাটিনামের কেস, নীল স্যাফায়ার বসানো বেজ়েল এবং ছ’টার জায়গায় ছোট্ট হীরার চিহ্ন। বোঝার জন্য এটুকুই যথেষ্ট-এটি কোনও সাধারণ নটিলাস নয়।
বনতারায় পাওয়া রিচার্ড মিল যোগ হওয়ার পর মেসির ঘড়ির সংগ্রহ আরও এক ধাপ এগোল। রোলেক্স, অডেমার্স পিগে, পাটেক ফিলিপ থেকে রিচার্ড মিল-প্রতিটি ঘড়িই আলাদা গল্প বলে।
মাঠে যেমন তিনি সময়কে নিজের পক্ষে ঘোরান, তেমনই কবজিতেও সময়কে ধরে রাখেন সেরা, বিরল আর সবচেয়ে অর্থবহ রূপে।
অনন্ত আম্বানির এই উপহার ঘিরে তাই ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে প্রবল চর্চা।