সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে আম আদমি পার্টি সাংসদ রাঘব চাড্ডা। হঠাৎ ঝাঁপিয়ে এল একটি কাক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। নিন্দুকে তাই দেখে মুচকি হাসছেন। বলছেন, 'ঝুট বোলে কাউয়া কাটে।'
সংসদে বর্তমানে বাদল অধিবেশন চলছে। সেই সময়ে বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন আপ সাংসদ।
হাতে ফাইল, কাগজপত্র। ফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। এমন সময়েই ঘটল অঘটন।
কোথা থেকে হঠাৎ একটি কাক ছিটকে চলে আসে। প্রথমে বেশ চমকে যান রাঘব চড্ডা।
পরে অবশ্য বিষয়টিকে বেশ মজাই পান তিনি। ঘটনাটি নিয়ে তাঁকে হাসতে দেখা যায়।
তবে এই ঘটনা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির দিল্লি ইউনিট ছবিটি টুইট করে। ক্যাপশনে হিন্দি প্রবাদ লেখা হয়, 'ঝুট বোলে কাউয়া কাটে।' (মিথ্যা বললে কাকে ঠোকরায়)।
টুইটারে বিজেপি লিখেছে, 'এতদিন খালি শুনেইছি। আজ বাস্তবেই একটি কাককে মিথ্যাবাদীকে কামড়াতে দেখছি।
বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গাও কটাক্ষ করতে ছাড়েননি। আপ সাংসদের আরোগ্য কামনা করেন তিনি।