Advertisement

দেশ

Abhishek Banerjee: অভিষেককে ফের সমন ED-র, একুশে হাজিরার নির্দেশ

Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 11 Sep 2021,
  • Updated 2:18 PM IST
  • 1/7

কয়লা-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের  সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তাঁকে চলতি মাসের ২১ তারিখ দিল্লির অফিসে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

  • 2/7

এই নিয়ে তৃতীয়বার তৃণমূলের নম্বর টুকে সমন পাঠাল ED। গত সোমবার তাঁকে দিল্লির জামনগরের অফিসে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। এরপর বুধবার হাজিরার জন্য ফের তাঁকে সময় পাঠানো হয়েছিল। 

  • 3/7

তবে সেদিন তিনি হাজিরা দেননি। তারই প্রেক্ষিতে আগামী ২১ সেপ্টেম্বর অভিষেককে তলব করা হল। সোমবার অভিষেককে ৮ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। ED সূত্রে খবর, সেদিন অভিষেকের অনেক জবাবে তাঁরা সন্তষ্ট হতে পারেননি। সেই কারণে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। 

  • 4/7

অভিষেকের আগে তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে তিনি হাজিরা দেননি। কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক, এই আবেদন জানিয়েছিলেন তদন্তকারীদের কাছে। 

  • 5/7

সূত্রের খবর, সোমবারের জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা অভিষেকের পরিবারের দুই সদস্যের নামে পরিচালিত কোম্পানির অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসেছে, এই সংক্রান্ত প্রশ্ন জানতে চান। তবে অভিষেক তাঁর জবাবে সন্তুষ্ট করতে পারেননি গোয়েন্দাদের। 

  • 6/7

ED সূত্রে খবর, Leaps and Bound PVT LTD এবং Leaps and Bound Management Services LLP নামে এই দুটি কোম্পানির অ্যাকাউন্টে ৪.৩৭ কোটি টাকা জমা পড়েছে।  আর এই টাকা যার মাধ্যমে এসেছে সে কয়লাপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত। Leaps and Bound PVT LTD-এর অন্যতম ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা কার্তিক বন্দ্যোপাধ্যায়। অপর কোম্পানিটির ডিরেক্টর রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়।

  • 7/7

ED সূত্রে আরও খবর, অভিষেকের স্ত্রীকেও দ্রুত জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হবে। চলতি মাসেই সেই তলবের সম্ভাবনা। 

Advertisement
Advertisement