প্রতিরক্ষা খাতে মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিচ্ছে কেন্দ্র সরকারের। এই পর্বে, মঙ্গলবার ভারত ডায়নামিক্স কোম্পানির সঙ্গে ভয়ঙ্কর মিসাইল Astra Mk-1-এর চুক্তি চূড়ান্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই Astra Mk-1 মিসাইলগুলি ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনীকে দেওয়া হবে।
বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের সঙ্গে মারাত্মক Astra Mk-1 মিসাইল চুক্তি।
Astra মিসাইলটি ডিআরডিও ডিজাইন করেছে। এই ক্ষেপণাস্ত্র শত্রুর নজরে না পড়ে আকাশ থেকে আকাশে হামলা করতে সক্ষম।
প্রতিরক্ষা মন্ত্রক Astra Mk-1 মিসাইল সিস্টেম অধিগ্রহণের জন্য ২৯৭১ কোটি টাকার একটি চুক্তি অনুমোদন করেছে।
প্রতিরক্ষা মন্ত্রক এই ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম সরবরাহের জন্য ভারত ডায়নামিক্স লিমিটেডের (BDL) সঙ্গে চুক্তি করেছে।
গত ৩১ মে উভয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এখন পর্যন্ত দেশীয়ভাবে এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি পাওয়া যায়নি।
Astra Mk-I BVR AM দেশীয়ভাবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) দ্বারা ডিজাইন ও তৈরি করা হয়েছে।