Advertisement

দেশ

Ayodhya Ram Mandir: এ যেন 'রাম রাজ্য', দীপাবলিতে অযোধ্যার মায়াবী রূপ দেখুন ছবিতে

Aajtak Bangla
Aajtak Bangla
  • 20 Oct 2025,
  • Updated 12:07 PM IST
  • 1/13

দীপাবলিতে আলোয় সাজল অযোধ্যা। 'নবম দীপোৎসবে'র সূচনা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  • 2/13

রবিবার রাম ও সীতার প্রতীকী রাজ্যাভিষেক করেন মুখ্যমন্ত্রী। ভক্তিতে ভরে ওঠে রামধাম।

  • 3/13

যোগী আদিত্যনাথের কথায়, '২০১৭ সালে দীপোৎসব একটাই ভাবনা নিয়ে শুরু হয়েছিল, তা হল বিশ্বকে এটা দেখানো, কীভাবে সত্যিকারের দীপ জ্বালানো হয়।'

  • 4/13

যোগীর ভাষায়, 'অযোধ্যা আজ উন্নয়ন আর ঐতিহ্যের এক বিস্ময়কর মেলবন্ধন।'

  • 5/13

এই দীপোৎসবে তৈরি হল দু’টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড; এক, ২৬ লক্ষ ১৭ হাজার ২১৫টি দীপ জ্বালানো, দুই, একসঙ্গে ২১২৮ পুরোহিতের আরতি।

  • 6/13

এদিন দেশের বৃহত্তম ড্রোন লাইট শোও হয়। ছিলেন গিনেস বুকের প্রতিনিধিরা। 

  • 7/13

ডঃ রাম মনোহর লোহিয়া বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সংগঠনের ৩২ হাজার স্বেচ্ছাসেবক এই দ্বীপ উৎসবে অংশ নিয়েছেন।

  • 8/13

অযোধ্যা জুড়ে, ঘর-দুয়ার, মন্দির-মঠ, চৌরাস্তা, সর্বত্রই প্রদীপ জ্বালান সাধারণ মানুষ।

  • 9/13

দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীরা এদিন সরযূ নদীর তীরে পুজো দেন। 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখর শহর।

  • 10/13

এদিন নদী তীরে বিশেষ ফায়ারওয়ার্ক শো-ও হয়। শহরজুড়ে যেন এক অপার্থিব সৌন্দর্য।

  • 11/13

সন্ধ্যায় রামকথা পার্কে মহা-আরতি হয়। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়।

  • 12/13

'রাম আয়েঙ্গে অযোধ্যা' গানের তালে, উন্মাদনা আর ভক্তির আবহে নবম দীপোৎসব শুরু হয়। 

  • 13/13

সব মিলিয়ে অযোধ্যায় দীপ মহোৎসব ছিল সত্য়িই দেখার মতো।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement