দীপাবলি মানেই আলোর উৎসব। আলোক মালায় সেজে উঠল রাম জন্মভূমি অযোধ্যা।
অযোধ্যায় মহাসমারোহে পালিত হল প্রাক-দীপাবলি।
অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর প্রথমবার দীপাবলি উদযাপিত হচ্ছে।
প্রাক-দীপাবলির সন্ধ্যায় ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হয়।
একসঙ্গে ১১২১ জন আরতি করেন। যা দেখলে চোখ জুড়িয়ে যাবে।
প্রদীপ জ্বালানোর পাশাপাশি লাইট শোয়েরও ব্যবস্থা করা হয় অযোধ্যায়। যা দেখতে ভিড় জমান বহু মানুষ।
লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে দেখানো হয় রামচন্দ্র, সীতা, হনুমানের নানা দৃশ্য।
রাম মন্দিরে প্রথম বার দীপাবলি উদযাপন উপলক্ষে মোদী লিখেছেন, 'বিশাল মন্দিরে ভগবান রামের সিংহাসনে বসার পর এটাই প্রথম দীপাবলি। অযোধ্যায় রামলালার মন্দিরের অপরূপ সৌন্দর্যে মোহিত সকলে।'