বিহারের ভাগলপুরের এক গার্লস কলেজে কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি ঘিরে হইচই পডডে গিয়েছে। ওই কলেজের নাম সুন্দরবতী মহিলা বিদ্যালয়। আর সেই কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কলেজের কোনও ছাত্রী চুল খুলে আসতে পারবে না। আর ছাত্রীরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২০২৩ সাল পর্যন্ত এই ড্রেস কোড চালু থাকবে। বলা হয়েছে, ছাত্রীদের চুল বেঁধে কলেজে আসতে হবে। কেউ সেই নিয়ম না মানলে তাঁকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানেই শেষ নয়, কর্তৃপক্ষের আরও নির্দেশিকা, কলেজ চত্বরে কোনও ছাত্রী সেলফি তুলতে পারবে না।
জানা গিয়েছে, ওই কলেজের পরিচালন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তে সিলমোহল দিয়েছেন কলেজের অধ্যক্ষ রমণ সিনহা।
এই কলেজে প্রায় ১৫০০ ছাত্রী পড়ে। কমার্স, আর্টস ও সায়েন্সে পড়ে তারা। ছাত্রীরা জানিয়েছে, তাদের নির্দিষ্ট রঙের পোশাক পরে কলেজে আসতে বলা হয়েছে। সেটা তারা মেনে নিয়েছে। কিন্তু, তাদের চুল বেঁধে আসতে বলা ও সেলফি নিয়ে যে নিদান দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের তারা বিরোধিতা করছে।
ছাত্রীদের একাংশের বক্তব্য, এভাবে ছাত্রীদের উপর তালিবানি ফতোয়া জারি করছে কলেজ কর্তৃপক্ষ। স্বাধীন দেশে এসব চলতে পারে না। এই নিয়ম আজ মেনে নিলে কাল হয়তো আরও কোনও ফতোয়া জারি করতে পারে কর্তৃপক্ষ।
তবে ছাত্রীদের একাংশ আবার কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সমর্থনও করেছে। তাদের বক্তব্য, এই নিয়ম কার্যকর করা উচিত কাজ হয়েছে। তাদের তরফে কলেজ প্রশাসনকে ধন্যবাদও জানানো হয়েছে।