বিহার ভোটে তরুণ মুখদের মধ্যে অন্যতম চিরাগ পাসোয়ান। রামবিলাস পাসোয়ানের 'লেগাসি' ছেলে বয়ে নিয়ে যেতে পারবে কিনা, তা নিয়ে জল্পনার অন্ত ছিল না।
কিন্তু আজ অর্থাত্ মঙ্গলবার বিহার ভোটের রেজাল্টে দেখা গেল, চিরাগ 'জ্বলল' না। নীতীশ কুমারকে হারানোর বাজি রেখে ভোট ময়দানে নেমে ডাহা ফেল। একটি আসনও পেল না চিরাগের লোকজনশক্তি পার্টি।
বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2020) ভোটগণনা এখনও চলছে। মহাগঠবন্ধন জবরদস্ত টক্কর দিচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ফাইনাল রেজাল্ট আসতে রাত হবে।
এনডিএ ও গঠবন্ধনের এই টক্করে কোথা দেখা যাচ্ছে না চিরাগের এলজেপি-কে। একটি আসনেও খাতা খুলতে পারল না রামবিলাসের দল।
এনডিএ থেকে আলাদা হয়ে বিহারে এবার একা লড়েছিল লোকজনশক্তি পার্টি। চিরাগ ঘোষণা করেছিলেন, তিনি নীতীশ কুমারকে গদিচ্যুত করবেন। দিনের শেষে ফ্লপ শো!