Advertisement

দেশ

Bihar Assembly Election Result 2020: ঝুলি শূন্য চিরাগের! নীতীশকে ডোবাতে গিয়ে নিজেরই ভরাডুবি

Aajtak Bangla
  • 10 Nov 2020,
  • Updated 10:19 PM IST
  • 1/5

বিহার ভোটে তরুণ মুখদের মধ্যে অন্যতম চিরাগ পাসোয়ান। রামবিলাস পাসোয়ানের 'লেগাসি' ছেলে বয়ে নিয়ে যেতে পারবে কিনা, তা নিয়ে জল্পনার অন্ত ছিল না।
 

  • 2/5

কিন্তু আজ অর্থাত্‍ মঙ্গলবার বিহার ভোটের রেজাল্টে দেখা গেল, চিরাগ 'জ্বলল' না। নীতীশ কুমারকে হারানোর বাজি রেখে ভোট ময়দানে নেমে ডাহা ফেল। একটি আসনও পেল না চিরাগের লোকজনশক্তি পার্টি।

  • 3/5

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2020) ভোটগণনা এখনও চলছে। মহাগঠবন্ধন জবরদস্ত টক্কর দিচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ফাইনাল রেজাল্ট আসতে রাত হবে।
 

  • 4/5

এনডিএ ও গঠবন্ধনের এই টক্করে কোথা দেখা যাচ্ছে না চিরাগের এলজেপি-কে। একটি আসনেও খাতা খুলতে পারল না রামবিলাসের দল।
 

  • 5/5

এনডিএ থেকে আলাদা হয়ে বিহারে এবার একা লড়েছিল লোকজনশক্তি পার্টি। চিরাগ ঘোষণা করেছিলেন, তিনি নীতীশ কুমারকে গদিচ্যুত করবেন। দিনের শেষে ফ্লপ শো!
 

Advertisement
Advertisement