Advertisement

দেশ

আবহাওয়ার পরিবর্তনে বাড়ে Covid সংক্রমণ? মিলল উত্তর

Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Sep 2021,
  • Updated 5:27 PM IST
  • 1/8

 Corona ভাইরাস যখন প্রথম ছড়াতে শুরু করে তখন অনেক বিজ্ঞানী দাবি করেছিলেন, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে Covid-এর সংক্রমণ বাড়তে শুরু করবে। 

  • 2/8

অনেকে আবার এও দাবি করেছিলেন, গ্রীষ্মপ্রধান দেশগুলিতে সংক্রমণ বাড়তে থাকবে। ভারত গ্রীষ্মপ্রধান দেশ।  এখনও দেশ করোনামুক্ত হয়নি। তাহলে কি আবহাওয়ার সঙ্গে সঙ্গে করোনার সংক্রমণ বাড়ে বা কমে? এই প্রশ্ন অনেকের মনে রয়েছে। 

  • 3/8

২০২০ সালের বর্ষা ও গ্রীষ্মকালে ভারতের বিভিন্ন শহরে এই নিয়ে গবেষণা করেন ভারতের বিজ্ঞানীরা। তা থেকে প্রাপ্ত তথ্য জানায়, আবহাওয়ার প্রভাব করোনার সংক্রমণের উপর পড়ে। তবে তা ক্ষেত্র বিশেষে আলাদা। 

  • 4/8

অর্থাৎ দেশের এক এক শহরের আবহাওয়ার চরিত্র যেহেতু এক একরকম সেহেতু, প্রভাবও সেরকম ভিন্ন ভিন্ন দেখা যায়। আবহাওয়ার বদলের সঙ্গে সঙ্গে পুণে, দিল্লি ইত্যাদি শহরে করোনার সংক্রমণ কমে বা বাড়ে, তা খেয়াল করেছিলেন গবেষকরা। 

  • 5/8

তবে আমেদাবাদে করোনার সংক্রমণ আবহাওয়ার বদলের সঙ্গে সঙ্গে সেভাবে পরিবর্তিত হয়নি, সেটাও নজরে আসে বিজ্ঞানীদের। দেখা যায়, দেশে সব থেকে কম সংক্রমণ দেখা গিয়েছে পুণেতে। আর সেখানে আদ্রতা কম থাকে। 

  • 6/8

তবে দেশের এমন অনেক জায়গা আছে, যেখানে আদ্রতা কম থাকলেও কমেনি সংক্রমণ। ফলে বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন, এই বিষয়ে আরও নিখুঁত গবেষণা দরকার। 
 

  • 7/8

বিভিন্ন আবহাওয়ার বিশ্বের ৫০০ স্থান নিয়ে অপ্রকাশিত একটি বিশ্লেষণে দেখা গেছে যে, কোভিড-১৯ বিস্তারের ক্ষেত্রে ভাইরাস ও তাপমাত্রা, বায়ুপ্রবাহ এবং আর্দ্রতার সম্পর্ক রয়েছে। আরেকটি অপ্রকাশিত গবেষণায় দেখা গেছে, উচ্চ তাপমাত্রা কোভিড-১৯ রোগের বিস্তার কমাতে পারে।

  • 8/8

মোট কথা ভারতীয় গবেষকরা এই নিয়ে এখনও স্থির সিদ্ধান্তে আসতে পারননি যে, আবহাওয়ার পরিবর্তন করোনার সংক্রমণকে কীভাবে প্রভাবিত করে। 

Advertisement
Advertisement