Advertisement

দেশ

এক ডোজেই কাজ, দেশে ট্রায়ালের অনুমতি পেল Sputnik Light

Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Sep 2021,
  • Updated 2:22 PM IST
  • 1/6

দেশ খুব শীঘ্রই আরও একটি Corona-র ভ্যাকসিন পেতে পারে। যার নাম Sputnik Light। ভারতে ট্রায়ালের অনুমতি পেল এই ভ্যাকসিন। 

  • 2/6

আর ৫ টা টিকার মতো একটা বা দুটো নয়, মাত্র একটা ডোজেই কাজ সারবে Sputnik Light।  ইতিমধ্যেই DCGI-র তরফে এই ভ্যাকসিনকে ৩ পর্যায়ে ট্রায়ালের অনুমতিও দেওয়া হয়েছে। এই ট্রায়াল সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 
 

  • 3/6

এর আগে জুলাই মাসে এই ভ্যাকসিন দেশে চালু করার সুপারিশ জানিয়েছিল SEC। কিন্তু, ভারতে ট্রায়াল না হওয়ার কারণে  Sputnik Light-কে ছাড়পত্র দেওয়া হয়নি। 
 

  • 4/6

CDSCE-র তরফে জানানো হয়েছে, Sputnik Light-এর মধ্যে Sputnik ভ্যাকসিনের সমস্ত গুণ রয়েছে। তাই ভারতে এই ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হতে পারে। এটিও করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন হিসেবে কাজ করবে বলে দাবি করা হচ্ছে।

  • 5/6

CDSCE-র তরফে জানানো হয়েছে, Sputnik Light-এর মধ্যে Sputnik ভ্যাকসিনের সমস্ত গুণ রয়েছে। তাই ভারতে এই ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হতে পারে। এটিও করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন হিসেবে কাজ করবে বলে দাবি করা হচ্ছে।

  • 6/6

কত টাকা দম হবে এই ভ্যাকসিনের? এর আগে জানা গিয়েছিল, রাশিয়া থেকে আমদানি করা এই ভ্যাকসিনের দাম পড়বে ৯৯৫ টাকা ৪০ পয়সা। সেইসঙ্গে ৫ শতাংশ GST যোগ হবে টিকার দামের সঙ্গে।

Advertisement
Advertisement