Advertisement

দেশ

Rapid Rail Inside Photos Set To Run: দেশে চলবে Rapid Rail, ভিতরটা দেখতে কেমন ? প্রকাশ্যে PHOTOS

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Feb 2023,
  • Updated 2:37 PM IST
  • 1/7

Rapid Rail Inside Photos Set To Run: কেন্দ্র সরকারের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট এর মধ্যে একটি দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ Rapid Rail. এর উপর লাগাতার কাজ চলছে। Rapid Rail এর  ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। জুন থেকে এর চলার কথা। এর মধ্যে Rapid Rail এর কোচ এর কিছু ইনসাইড ছবি সামনে এসেছে।

  • 2/7

এখনও পর্যন্ত আপনারা Rapid  রেলকে বাইরে থেকে দেখে থাকবেন। কিন্তু প্রথমবার এখন সম্পূর্ণভাবে তৈরি এই রেলের ভেতরের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। মেট্রোর মতো দেখতে এই ট্রেনে  সমস্ত রকম আধুনিক সুযোগ-সুবিধা রাখা হচ্ছে। যাত্রীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

  • 3/7

কোচের এন্ট্রি গেট এর উপর সেন্সর লাগানো থাকবে। যখনই যাত্রীরা গেটের কাছে থাকবেন তখন এটি বন্ধ হবে না এবং তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে। এর মধ্যে বসার জন্য খুব ভালো বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরা এবং যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই এর সুবিধাও এখানে পাওয়া যাবে।

  • 4/7

এই কোচে মোবাইল ল্যাপটপ চার্জিং সকেট থাকবে। প্রবেশ এবং প্রস্থানের জন্য স্বয়ংক্রিয় দরজা এবং বাইরে থেকে দৃশ্য দেখার জন্য বড় উইন্ডো দেওয়া হবে।

  • 5/7

বিশেষ চাহিদা  সম্পন্নদের জন্য হুইল চেয়ার ও স্ট্রেচার নিয়ে যাওয়ার সুবিধাও রয়েছে। জানিয়ে দেওয়া যাক যে পুরো করিডরের দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার এবং ২০২৫ সালে এটি পুরো হয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী। রেলের ছটি কোচ রয়েছে। যার মধ্যে একটি প্রিমিয়াম ক্লাস এবং বাকিগুলি নরমাল ক্লাস কোচ। একটি কোচে ৭২ টি আসন দেওয়া হয়েছে। এর মধ্যে মালপত্র রাখার জন্য বন্দে ভারত ট্রেনের মত র‌্যাক দেওয়া হয়েছে।

  • 6/7

কোচে টকব্যাক এর সুবিধা দেওয়া হয়েছে। যার মাধ্যমে ড্রাইভাররা কোন ইমারজেন্সি সময় কথা বলতে পারবেন। এতে একটা কোচ মহিলাদের জন্য রাখা হয়েছে। সেখানে প্রত্যেক কোচেই মহিলাদের জন্য আলাদা করে চারটি আসন সংরক্ষণ করা হয়েছে। Rapid রেলে মেরঠ থেকে দিল্লি পর্যন্ত রোগীদের আনা নেওয়ার জন্য সুবিধা দেওয়া হয়েছে।

 

  • 7/7

প্রথম চরণের শুরুতে গাজিয়াবাদ থেকে ১৭ কিলোমিটার যাত্রা শুরু করবে এই ট্রেনটি। ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলবে এবং টপ স্পিড ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা।

Advertisement
Advertisement