সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করল কেন্দ্র। সরকারি খাতের ব্যাঙ্কগুলির সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ‘স্যালারি অ্যাকাউন্ট প্যাকেজ’ চালু করল কেন্দ্র সরকার। এই একটিমাত্র অ্যাকাউন্টের মাধ্যমেই মিলবে একাধিক আধুনিক ব্যাঙ্কিং সুবিধা, সাশ্রয়ী ঋণ এবং কোটি টাকার বিমা সুরক্ষা।
অর্থমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই একটি অ্যাকাউন্টের আওতায় ব্যাঙ্কিং, বিমা সুবিধার প্যাকেজ পাবেন। সমস্ত শ্রেণির কর্মচারীদের সবচেয়ে বেশি কভারেজ, ইক্যুইটি এবং সুবিধা কনফার্ম করার জন্যই ব্যাঙ্কগুলির সঙ্গে পরামর্শ করে এই প্যাকেজটি ডিজাইন করা হয়েছে।
কোন কোন ব্যাঙ্কিং সুবিধা পাওয়া যায়?
এছাড়াও, আংশিক ভাবে ১.৫০ কোটি টাকা পর্যন্ত টার্ম লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বিমা, টপ-আপ সুবিধা, উন্নত সুবিধাসহ ডেবিট ও ক্রেডিট কার্ড, বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, রিওয়ার্ড ও ক্যাশব্যাক অফার, জিরো মেইনটেইনেন্স ফি-র সুবিধা পাওয়া যায়।
এই স্যালারি অ্যাকাউন্ট প্যাকেজের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে https://financialservices.gov.in । তবে এই সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। রাজ্য সরকারি কর্মচারী বা বেসরকারি খাতের কর্মীরা এই প্যাকেজের আওতাভুক্ত নন।