Advertisement

দেশ

President Oath Ceremony: কেন ২৫ জুলাই-ই শপথ নেন ভারতের রাষ্ট্রপতিরা?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Jul 2022,
  • Updated 10:39 AM IST
  • 1/10

President Oath Taking Ceremony, Droupadi Murmu:  ২৫ জুলাই ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  প্রত্যেক পাঁচ বছর পর ২৫ জুলাই দিনটিতেই ভারতের নতুন রাষ্ট্রপতি শপথ নেন।

  • 2/10

আজ আরও একটি ২৫ জুলাই। ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদের জন্য শপথ নেবেন। তিনি নিজের প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বড় ব্যবধানে হারিয়ে এই জয় হাসিল করে নিয়েছেন।

  • 3/10

ইতিহাসের কথা বলতে গেলে ২৫ জুলাই অনেক বড় বড় ব্যক্তিত্ব রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন এই পরিস্থিতিতে ভারতের ইতিহাসে ২৫ জুলাই রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বহুল পরিচিত।

  • 4/10

২৫ জুলাই কেন রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। দেশের ষষ্ঠ রাষ্ট্রপতি নিলাম সঞ্জীব রেড্ডি ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন। তারপর থেকে যে সমস্ত রাষ্ট্রপতিরা নিজেদের কার্যকাল পুরো করেছেন তারা সবাই এই তারিখেই রাষ্ট্রপতি পদে শপথ নেন।

  • 5/10

নীলম সঞ্জীব রেড্ডির পর থেকে এখনও পর্যন্ত দেশের প্রায় ৮ জন রাষ্ট্রপতি নিজের কার্যকাল পূরণ করেছেন। ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের কার্যকালের মেয়াদ পূরণ করেছেন। আজ ২৫ জুলাই রাষ্ট্রপত নতুন রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু ।

  • 6/10

দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার যখন দেশে ইমারজেন্সি লাগু করেন, তখন থেকে প্রথমবার রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হয় এবং আগে জনতা পার্টির নেতা নীলম সঞ্জীব রেড্ডি জয় হাসিল করেন।

  • 7/10

নীলম সঞ্জীব রেড্ডি ২৫ জুলাই ১৯৭৭ সালে রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন। তারপর থেকে পাঁচ বছর পর ২৫ জুলাই দেশের নতুন রাষ্ট্রপতি শপথ নিয়ে আসছেন। এটাই রীতি হয়ে গিয়েছে।

  • 8/10

এখনও পর্যন্ত যে সমস্ত রাষ্ট্রপতিরা ২৫ জুলাই শপথ নিয়েছেন। তার মধ্যে রয়েছেন নীলম সঞ্জীব রেড্ডি (২৫ জুলাই ১৯৭৭ থেকে ২৫ জুলাই ১৯৮২), জ্ঞানী জৈল সিং ২৫ জুলাই ১৯৮২ থেকে ২৫ জুলাই ১৯৮৭), রামস্বামী ভেঙ্কটরমন (২৫ জুলাই ১৯৮৭ থেকে ২৫ জুলাই ১৯৯২), শংকর দয়াল শর্মা (২৫ জুলাই ১৯৯২ থেকে ২৫ জুলাই ১৯৯৭)।

  • 9/10

কেআর নারায়ণন (২৫ জুলাই ১৯৯৭ সাল থেকে ২৫ জুলাই ২০০২), এপিজে আবদুল কালাম (২৫ জুলাই ২০০২ থেকে ২৫ জুলাই ২০০৭), প্রতিভা পাতিল (২৫ জুলাই ২০০৭ থেকে ২৫ জুলাই ২০১২), প্রণব মুখোপাধ্যায় ২৫ জুলাই (২০১২ থেকে ২৫ জুলাই ২০১৭), রামনাথ কোবিন্দ (২৫ জুলাই ২০১৭ থেকে ২৫ জুলাই ২০২২)।

 

  • 10/10

জানিয়ে দেওয়া যাক যে ভারতের ইতিহাসে কখনও এমন ঘটনা হয়নি, যখন কোনওদিন রাষ্ট্রপতি ছাড়া কেটেছে। ভারতের রাষ্ট্রপতি পদের জন্য এ বছর ১৮ জুলাই ভোটিং হয়েছিল এবং ২১ জুলাই তার ফল ঘোষণা হয়। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু।

Advertisement
Advertisement