বাংলার, তামিলনাড়ু, পদুচেরি, অসমের সাথেই কেরলেও বেজে গিয়েছে নির্বাচনী দামামা। এই অবস্থায় ২ দিনের কেরল সফরে এসেছেন রাহুল গান্ধী।
তবে ব্যস্ত সিডিউলের মাঝেই একদিনের মৎস্যজীবী হয়ে উঠলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
বুধবার আর সব মৎস্যজীবীদের সঙ্গে নৌকায় চড়ে সমুদ্রে গেলেন ওয়ানাডের সাংসদ।
সম্প্রতি পুদুচেরি সফরে গিয়ে জেলে নৌকায় সাগরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী। সেই ইচ্ছেই এবার পূরণ হল তার।
কেরলের কোল্লামে জেলেদের সুখ-দুঃখের খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের ‘সমুদ্রের কৃষক’ বলেও আখ্যায়িত করেন রাহুল।
হঠাৎ করেই জেলে নৌকা থেকে সমুদ্রের মাঝে নেমে পড়তেও দেখা যায় কংগ্রেস নেতাকে।
নৌকা থেকে জাল ফেলে অন্যদের সাথে মাছও ধরেন কংগ্রেস সাংসদ।
Pic By- PTI