বিহারে উপ-মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে শপথ নিয়েছেন কাটিহারের নবনির্বচিত বিধায়ক তারকিশোর প্রসাদ এবং বেতিয়া থেকে বিধায়ক রেনু দেবী। এই দুজনের শিক্ষাগত যোগ্যতা প্রায় সমান। আসুন জেনে নেওয়া যাক এই দুইজনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে
বিজেপি নেতা তারকিশোর প্রসাদের বয়স ৬৪ বছর। বিহার বিধানসভা নির্বাচনের সময়ে দেওয়া হলফনামা অনুযায়ী তিনি দ্বাদশ পর্যন্ত পড়াশুনা করেছেন। তাঁর স্ত্রীয়ের নাম রেনু প্রসাদ। ছবি- আজ তক
তারকিশোর ১৯৮৪ সালে কাটিহারের ডিএস কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শাখা সংগঠন আখিল ভারতীয় ছাত্র পরিষদ (এবিভিপি) সদস্য ছিলেন। বিজেপিতে যোগদানের আগে তিনি সংগঠনে অনেক পদে দায়িত্ব সামলেছেন।ছবি- আজ তক
তিনি মোট চতুর্থবার বিধায়ক হয়েছেন। তারকিশোর প্রসাদ ১৯৮০ এর দশক থেকে রাজনীতি এবং সামাজিক কাজে সক্রিয় ছিলেন। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রথমে কাটিহার থেকে বিধায়ক হন। ছবি- আজ তক
রেনু দেবীও এই নিয়ে মোট ৪বার বিধায়ক হয়েছেন। রেণু দেবী ১৮৭৭ সালে মুজাফফরপুর বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার পাস করেন। ছবি- আজ তক
রেনু দেবী ১৯৮৮ সাল থেকে রাজনৈতিক এবং সামাজিক কাজে সক্রিয় ছিলেন। তাঁর মা সংঘ পরিবারের সাথে যুক্ত ছিলেন। সেক্ষেত্রে ছোট থেকেই বিজেপি এবং সংঘের সঙ্গে যোগাযোগ তৈরি হয় তাঁর। ছবি- আজ তক
৬২ বছর বয়সী রেনু দেবীর স্বামী দুর্গা প্রসাদ মারা গেছেন। পরিবারে তাঁর একটি ছেলে ও মেয়ে রয়েছে। রাজনৈতিক জীবনে তিনি ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত বিহারের ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রীও ছিলেন। ছবি- আজ তক
রেনু দেবী বিজেপিতে অনেক গুরুদায়িত্ব সামলেছেন। কেন্দ্রীয় ও রাজ্যস্তরে অনেক উঁচু পদের দায়িত্ব সামলেছেন। এর সঙ্গে মহিলা মোর্চারও দায়িত্ব তিনি নিয়েছিলেন। ছবি- আজ তক