Advertisement

দেশ

Winter Forecast: এ বছর হাড় কাঁপানো ঠান্ডা পড়বে না? IMD-র পূর্বাভাসে বড় বদল

মিলন শর্মা
  • নয়াদিল্লি,
  • 09 Dec 2025,
  • Updated 10:08 AM IST
ডিসেম্বর যত গড়াচ্ছে পারদ নামছে
  • 1/12

ডিসেম্বর শুরু হতেই শীতের আমেজ খানিক বেগ পেয়েছে। কয়েক দিন আগেও গরম জামা বিশেষ লাগছিল না, তবে ডিসেম্বর যত গড়াচ্ছে পারদ নামছে। 
 

  • 2/12

কয়েক মাস আগে শীত নিয়ে দিল্লির মৌসম ভবন (IMD) পূর্বাভাস দিয়েছিল, এ বছর কড়া ঠান্ডা পড়বে। বিশেষ করে উত্তর ভারতে শীতের কামড় হবে জোরাল। তীব্র শৈত্যপ্রবাহ চলবে।

  • 3/12

কিন্তু যে  La Nina (লা নিনা) প্রভাবের জেরে এই পূর্বাভাস দিয়েছিল আইএমডি, সময়ের সঙ্গে দেখা যাচ্ছে, লা নিনার প্রভাব দুর্বল। যার নির্যাস, শীত নিয়ে অক্টোবরে যে পূর্বাভাস দিয়েছিল আইএমডি, তাতে বদল আনা হল। 
 

  • 4/12

IMD সাম্প্রতিকতম আপডেটে জানাল, কড়া ঠান্ডা বা শীতের মরণকামড় সম্ভবত হবে না। বিগত কয়েক বছরে যে রকম ঠান্ডা পড়েছে, সেরকমই স্বাভাবিক শীতই থাকবে। মারাত্মক কিছু ঘটার সম্ভাবনা কম।

  • 5/12

IMD-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্রের কথায়, 'La Nina মডেলের বিশ্লেষণ করে এই মুহূর্তে আমরা যা বুঝতে পারছি, মারাত্মক ঠান্ডা পড়বে বলে এখনই মনে হচ্ছে না। নর্মাল শীতকাল হবে বলেই মনে করছি। যেমন বিগত কয়েক বছরে হয়েছে।'

  • 6/12

তিনি জানাচ্ছেন, যে লা নিনা প্রভাবের জেরে মারণ ঠান্ডার সম্ভাবনা ছিল, সেই লা নিনা পরিস্থিতি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। এবং সময়ের সঙ্গে আরও দুর্বল হয়ে যাবে আগামী কয়েক মাসে।

  • 7/12

IMD কর্তৃপক্ষ জানাচ্ছে, দিনের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে থাকতে পারে। তবে দেশের বেশির ভাগ অংশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকবে গড়ে। তবে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ, যেমন দিল্লি, হরিয়ানা, রাজস্থানে রাতের তাপমাত্রা অনেকটাই নামতে পারে।  
 

  • 8/12

IMD -র পর্যবেক্ষণ, বর্তমানে প্রশান্ত মহাসাগরের লা নিনিয়া (La Nina) পরিস্থিতি চলছে। একই সময়ে ভারত মহাসাগরে নেগেটিভ ইন্ডিয়ান ওসিয়ান ডাইপোল (IOD) অবস্থাও দেখা যাচ্ছে।
 

  • 9/12

IMD জানাচ্ছে, সর্বশেষ আন্তর্জাতিক আবহাওয়া মডেলের হিসেব অনুযায়ী, লা নিনা পরিস্থিতি ২০২৫ সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে। তবে নেগেটিভ IOD ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।
 

  • 10/12

বিশেষজ্ঞদের মতে, লা নিনা থাকলে শীত, বৃষ্টি এবং তাপমাত্রার ওপর প্রভাব পড়তে পারে। আর নেগেটিভ IOD কমে গেলে সমুদ্রের তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন আসতে পারে, যার প্রভাব কৃষি ও আবহাওয়ার ওপর পড়বে।
 

  • 11/12

স্কাইমেট ওয়েদার-এর ভাইস প্রেসিডেন্ট মহেশ পালওয়াত মনে করছেন, প্রশান্ত মহাসাগরে সমুদ্রের উপরিভাগের জলের তাপমাত্রা বেশি থাকা মানে সাধারণত ভাল বর্ষার ইঙ্গিত দেয়। 
 

  • 12/12

শীত কি এ বছর বেশি পড়বে? এই  প্রশ্নে আবহাওয়া দফতরের এক কর্মকর্তা বলেন, 'যখন পশ্চিমী ঝঞ্ঝা আসে, তখন উত্তর–পশ্চিম হিমালয়ের বরফঢাকা পাহাড় থেকে নেমে আসা শুকনো ও ঠান্ডা হাওয়ার প্রবাহ বদলে যায়। ফলে এই পশ্চিমী ঝঞ্ঝা দেখা দিলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খুব নীচে নামার সুযোগ কম থাকে।' অর্থাৎ, এ বছরও পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকতে পারে, তাই শীতের তাপমাত্রা বিরাট কিছু কমবে না বলেই মত আবহাওয়াবিদদের।

Advertisement
Advertisement