২০২২ সালের ৩০ ডিসেম্বর ভার্চুয়ালি হাওড়া থেকে এনজেপি পর্যন্ত এ রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রেল সূত্রে খবর, দার্জিলিং কিংবা ডুয়ার্সে ঘুরতে গেলে, এখন পর্যটকদের প্রথম পছন্দ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই অত্যাধুনিক এই ট্রেনে ট্রিপের সংখ্যা ছিল ৭৬ এবং প্রতিবারই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এককথায় বাংলায় 'বন্দে ভারত' হাউসফুল।
এবার বাংলায় শুরু হচ্ছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। গন্তব্য হাওড়া থেকে পুরী। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, আগামী ১৮ মে অর্থাৎ বৃহস্পতিবার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ২০ মে সকাল ৬ বেজে ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস।
বুধবার অর্থাৎ আজ থেকে বুকিং শুরু হচ্ছে বাংলায় দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে পুরীর যাত্রীরা শনিবার অর্থাৎ ২০ মে থেকে এই অত্যাধুনিক ট্রেনে চড়তে পারবেন। বৃহস্পতিবার বাদে চলবে সপ্তাহে ৬ দিন।
এই ট্রেনের জন্য ১৭ মে থেকে অনলাইনে এবং পিআরএস পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ১৬ কোচের ট্রেনটি হাওড়া থেকে সকাল ৬টা বেজে ১০ মিনিটে ছাড়বে এবং পুরী পৌঁছাবে বেলা ১২টা বেজে ৩৫ মিনিটে। অন্যদিকে পুরী থেকে এই ট্রেন দুপুর ১টা বেজে ৫০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছাবে রাত ৮টা বেজে ৩০ মিনিটে।
খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জয়পুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে এই ট্রেন। হাওড়া এবং পুরী মিলিয়ে বাণিজ্যিকভাবে মোট নটি স্টেশনে দাঁড়াবে এক্সপ্রেসটি।
তবে হাওড়া পুরী বন্দেভারতের এখনও ভাড়ার কথা জানায়নি রেল। আইআরসিটিসি-র অ্যাপে এখনও ভাড়া নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে জল্পনা চলছে এই বন্দে ভারতের ভাড়াও হতে চলেছে হাওড়া- এনজেপি বন্দে ভারতের মতোই। একটি সূত্রে দাবি করা হয়েছে, চেয়ার কারের ভাড়া এক্ষেত্রে থাকতে পারে ১৫৯০ টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হতে পারে ২৮০০ টাকা থেকে ২৯০০ টাকার মধ্যে।
সূত্রের খবর মোতাবেক হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রেন নম্বর হতে চলেছে 22895 ও ফিরতি পথে সেটি হবে 22896।