Advertisement

দেশ

Israeli Embassy Blast: ‘বিটিং দ্য রিট্রিট’চলার সময় ঘটল বিস্ফোরণ, রাজধানীতে ফিরল ২০১২ সালের স্মৃতি

অরবিন্দ ওঝা
  • 29 Jan 2021,
  • Updated 9:18 PM IST
  • 1/12

দিল্লিতে ফের বিস্ফোরণের নিশানায় ইজরায়েলি দূতাবাস। শুক্রবার বিকেলে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ওই দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

  • 2/12

ভারত - ইজরায়েলের কূটনৈতিক সম্পর্কের ২৯তম বার্ষিকীতে কেঁপে উঠল ইজারায়েলি দূতাবাস চত্বর।
 

  • 3/12

বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসের কর্মীরা নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে।

  • 4/12

কন্ট্রোলে রুমে বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। যান ডেপুটি কমিশনার প্রমোদ কুশওয়াহা-সহ একাধিক উচ্চপদস্থ কর্তা।  জিন্দল হাউসের ডিভাইডারের কাছে একটি ফুলের টবে আইইডি পাওয়া গিয়েছে। সম্ভবত চলন্ত গাড়ি থেকে সেটি ছোড়া হয়েছিল। 

  • 5/12

 কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা পর্যালোচনা করতে এপিজে আবদুল কালাম রোডে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছয়  দিল্লি পুলিশের ফরেন্সিক দল। গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।  ঘটনাস্থলে  ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনসিজি) এবং জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পৌঁছয়।
 

  • 6/12

বিজয় চক থেকে ২ কিলোমিটারেরও কম দূরত্বে এই বিস্ফোরণ ঘটেছে। যেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য সদস্যরা বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

  • 7/12

এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইজরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইরানের হাত থাকার অভিযোগ উঠেছিল।
 

  • 8/12

দিল্লি পুলিশ জানিয়েছে, দূতাবাসের আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে সিআরপিএফ বাহিনী। এমন পরিস্থিতির সাধারণ কার্যপ্রণালী মেনে দিল্লি বিমানবন্দর-সহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
 

  • 9/12


দিল্লিতে ইজরায়েলি দূতাবাসে হামলার পর মুম্বইতেও সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

  • 10/12

এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করছে দিল্লি পুলিশ।

  • 11/12

গোটা ঘটনাকে জঙ্গি হামলা বলে দাবি করছে ইজরায়েলও।

  • 12/12

রাজধানীর এমন হাইসিকিওরিটি জোনে আইইডি বিস্ফোরণে স্বাভাবিক ভাবেই দিল্লিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
Advertisement