বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমাচ্ছে রেল? ভারতীয় রেল সূত্রের খবর, ভারতীয় রেলওয়ে কিছু স্বল্প-দূরত্বের বন্দে ভারত ট্রেনের ভাড়া পর্যালোচনা করছে।
ওই রুটগুলিতে যাতে দাম কমানো যায় এবং আরও বেশি যাত্রী হয়, সেই জন্যই ভাড়া কমানোর বিষয়ে চিন্তা ভাবনা করছে রেল।
সংবাদ সংস্থা PTI জানাচ্ছে, ইন্দোর-ভোপাল, ভোপাল-জব্বলপুর এবং নাগপুর-বিলাসপুর রুট সহ আরও কিছু লাইনে বন্দে ভারত এক্সপ্রেস এক্সপ্রেসের ভাড়া কমাতে পারে রেল।
ভোপাল-জব্বলপুর বন্দে ভারত এক্সপ্রেসে এখনও পর্যন্ত সর্বোচ্চ ২৯ শতাংশ আসন বুকিং হয়েছে, ইন্দোর-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেসের মাত্র ২১ শতাংশ আসন বুকিং হয়।
বন্দে ভারতে এসি চেয়ার কার টিকিটের জন্য ৯৫০ টাকা এবং এগজিকিউটিভ চেয়ার কার টিকিটের জন্য ১ হাজার ৫২৫ টাকা খরচ হয়৷
রেলওয়ে পর্যালোচনার পরে কয়েকটি রুটে বন্দে ভারত পরিষেবার ভাড়া উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যেতে পারে বলে জানা যাচ্ছে। যাতে আরও বেশি লোক ট্রেন পরিষেবা ব্যবহার করে।
আরেকটি ট্রেন যার ভাড়া পর্যালোচনা করা হচ্ছে তা হল, নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেস। যার আসন বুকিংয়ের গড় প্রায় ৫৫ শতাংশ।
সাড়ে ৫ ঘণ্টার এই সফরে ভাড়া কমলে আরও বেশি মানুষ বন্দে ভারত এক্সপ্রেসে চাপবে বলে মনে করা হচ্ছে। নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেস থেকে এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪৫ টাকা আর চেয়ার কারের ভাড়া ১ হাজার ৭৫ টাকা৷
কম সিট বুকিংয়ের কারণে এই ট্রেনটিকে মে মাসে তেজস এক্সপ্রেসের পরিবর্ত হিসেবে আনা হয়। ভোপাল-জব্বলপুর বন্দে ভারত এক্সপ্রেসের আসন বুকিং ৩২ শতাংশ। জব্বলপুর-ভোপাল বন্দে ভারত পরিষেবার ফিরতি যাত্রায় ৩৬ শতাংশ আসন বুকিং দেখা গিয়েছে। এই রুটেও বন্দে ভারতের ভাড়া কমতে পারে বলে রেল সূত্রের খবর।
এখনও পর্যন্ত, গোটা দেশজুড়ে ৪৬টি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা দিয়েছে রেল। শীর্ষস্থানীয় বন্দে ভারত ট্রেনগুলির মধ্যে রয়েছে, কাসারগোড থেকে তিরুঅনন্তপুরম বন্দে ভারত, ট্রেনটিতে সর্বোচ্চ ১৮৩ শতাংশ আসন বুক হয়েছে, তিরুঅনন্তপুরম থেকে কাসারগোড বন্দে ভারত ট্রেনটিতে ১৭৬ শতাংশ আসন বুক করা হয়েছে এবং গান্ধীনগর-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেসে সর্বোচ্চ ১৩৪ শতাংশ আসন বুকিং হয়েছে।