Advertisement

দেশ

Suryayaan: সূর্যে আদিত্য-L1-এর সঙ্গে যাবে 'PAPA', জেনে নিন সূর্যযানের ৭টি পেলোডের কাজ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2023,
  • Updated 8:41 AM IST
  • 1/8

ISRO-র সূর্যযান অর্থাৎ আদিত্য-L1-এ সূর্য অধ্যয়নের জন্য মোট সাতটি পেলোড রয়েছে। সাতটি পেলোডের মধ্যে একটি হল PAPA।  কীভাবে এই সাতটি পেলোডের মাধ্যমে একসঙ্গে সূর্যের পর্যবেক্ষণ করা হবে? আসুন জেনে নেওয়া যাক... 

  • 2/8

VELC মানে ভিজিবল লাইন এমিশন করোনাগ্রাফ। এটি তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। সূর্যযানে ইনস্টল করা VELC সূর্যের HD ছবি তুলবে। PSLV রকেটের মাধ্যমে সূর্যযানের উৎক্ষেপণ করা হবে। এই পেলোডের সঙ্গে বসানোর ক্যামেরা দিয়ে সূর্যের হাই রেজোলিউশনের ছবি তোলা হবে। এছাড়াও স্পেকট্রোস্কোপি এবং পোলারিমেট্রি করা হবে।

  • 3/8

PAPA- পুরো শব্দ হল প্লাজমা অ্যানালিসিস প্যাকেজ ফর আদিত্য। এটি সূর্যের গরম বাতাসে উপস্থিত ইলেকট্রন এবং ভারী আয়নগুলির দিকনির্দেশ এবং দিক অধ্যয়ন করবে। এটি বাতাসে কতটা গরম তা খুঁজে বের করবে। এর পাশাপাশি চার্জযুক্ত কণা অর্থাৎ আয়নগুলির ওজনও জানা যাবে।
 

  • 4/8

SUIT- সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ। এটি একটি অতিবেগুনী পর্যবেক্ষণকারী টেলিস্কোপ। এটি সূর্যের অতিবেগুনি তরঙ্গদৈর্ঘ্যের ছবি তুলবে। এর পাশাপাশি, সূর্যের ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের ছবি তোলা হবে। অর্থাৎ ন্যারো এবং ব্রডব্যান্ড ইমেজিং থাকবে।

  • 5/8

SOLEXS অর্থাৎ সোলার লো এনার্জি এক্স-রে স্পেকট্রোমিটার। সূর্য থেকে বের হওয়া এক্স-রে এবং এর রূপান্তর অধ্যয়ন করবে। এর পাশাপাশি সূর্য থেকে বের হওয়া সৌর তরঙ্গ নিয়েও গবেষণা করতে এটি সাহায্য করবে।

  • 6/8

HEL10S অর্থাৎ হাই এনার্জি L1 অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার (HEL10S)। এটি একটি হার্ড এক্স-রে স্পেকট্রোমিটার। এটি হার্ড এক্স-রে রশ্মি পর্যবেক্ষণ করবে। অর্থাৎ সৌর তরঙ্গ থেকে বেরিয়ে আসা উচ্চ-শক্তির এক্স-রে নিয়ে গবেষণা করা হবে।

  • 7/8

ASPEX অর্থাৎ আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট। এতে দু'টি সাব-পেলোড রয়েছে প্রথমটি SWIS। অর্থাৎ সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার। এটি একটি কম শক্তির স্পেকট্রোমিটার। এটি সূর্যের বাতাসে আসা প্রোটন এবং আলফা কণা অধ্যয়ন করবে। দ্বিতীয় অংশ অর্থাৎ সুপারথার্মাল এবং এনার্জিটিক পার্টিকেল স্পেকট্রোমিটার সৌর বায়ুতে আসা উচ্চ শক্তি আয়নগুলির পর্যবেক্ষণ করবে।

  • 8/8

MAG- অ্যাডভান্সড ট্রাই-অ্যাক্সিয়াল হাই রেজোলিউশন ডিজিটাল ম্যাগনেটোমিটার। এটি সূর্যের চারপাশের চৌম্বক ক্ষেত্রের অধ্যয়ন করবে। এর পাশাপাশি, এটি পৃথিবী এবং সূর্যের মধ্যে উপস্থিত কম তীব্রতার চৌম্বক ক্ষেত্রেরও অধ্যয়ন করবে। এতে চৌম্বকীয় সেন্সরের দু'টি সেট রয়েছে। 

Advertisement
Advertisement