Advertisement

দেশ

Jammu-Kashmir Weather: শ্রীনগরে জমে গেল ডাল লেক, কাশ্মীরে তাপমাত্রা কত? PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • শ্রীনগর,
  • 19 Dec 2022,
  • Updated 1:48 PM IST
  • 1/8


Jammu-Kashmir Weather: দেশের পাহাড়ি এলাকায় অবিরাম তুষারপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর ও লাদাখে আবহাওয়া শুষ্ক ও ঠান্ডা  ছিল এবং তাপমাত্রা ছিল শূন্যের নীচে। আবহাওয়া দফতরের তরফে এই তথ্য জানানো হয়েছে। 
 

  • 2/8

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর এবং লাদাখে আবহাওয়া শুষ্ক এবং ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.২, পহেলগামে মাইনাস ৪.৫ এবং গুলমার্গে মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস।

  • 3/8

কাশ্মীর উপত্যকার সর্বনিম্ন তাপমাত্রা সমস্ত জেলায় শূন্যের নীচে কয়েক ডিগ্রি নেমে গেছে। এর জেরে শ্রীনগরে বিখ্যাত ডাল লেকের অভ্যন্তরীণ এলাকা বরফ হয়ে যেতে শুরু করেছে।

  • 4/8

শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উপত্যকার অন্যান্য স্থানেও পারদ হিমাঙ্কের নীচে রেকর্ড করা হয়েছে। শ্রীনগরের পাশাপাশি উপত্যকার বেশিরভাগ অংশে মাইনাস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
 

  • 5/8

আবহাওয়াবিদদের মতে, চলতি মাসের শেষ পর্যন্ত আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
 

  • 6/8

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ পর্যন্ত আবহাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই শুষ্ক থাকবে। ডিসেম্বরের শেষ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের বেলায় ভালো রোদ পড়ার সম্ভাবনা রয়েছে।

  • 7/8

বেশিরভাগ অংশ রাতে খোলা থাকার কারণে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, লাদাখ বিভাগের কার্গিল এলাকায় তাপমাত্রা  মাইনাস ১১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দ্রাস উপত্যকায় মাইনাস ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

  • 8/8

একইসঙ্গে হিমাচল প্রদেশেও শীতের কামড় জোড়াল হচ্ছে। রাজধানী সিমলায় , চাম্বা, ধর্মশালা সব খানেই পারদ পতন অব্যাহত।  শৈত্যপ্রবাহ এখানে চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

Advertisement
Advertisement