ঐতিহাসিক মুহূর্ত। জম্মুকাশ্মীরের চেনাব (Chenab Bridge) নদীর ওপরে বিশ্বের উচ্চতম সেতুর প্রধান খিলানের দুটি প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করল রেলওয়ে। (নিরজ কুমারের রিপোর্ট)
এই সেতুর ফলে কাশ্মীর উপত্যকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা যাবে রিয়াসি জেলার। নদী থেকে সেতুটির উচ্চতা ৩৫৯ মিটার, যা কিনা ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের চেয়েও ৩০ মিটার উুঁচু।
এটিই হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল সেতু। এটি মূলত উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল প্রকল্পেরই একটি অংশ। সেতুটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা।
সেতুর মোট দৈর্ঘ্য হল ১.৩ কিলোমিটার। মোট ১৭টি থামের ওপরে দাঁড়িয়ে রয়েছে সেতুটি। এরমধ্যে উচ্চতম থামটি হল ১৩৩.৭ মিটারের।
সম্পূর্ণ প্রকল্পটি হল ৩২৬ কিলোমিটারের। সেতু তৈরিতে ব্যবহার হয়েছে ২৫ হাজার মেট্রিক টন স্টিল, যা ২৬৬ কিলোমিটার প্রতিঘণ্টা বেগে হাওয়ার গতি সহ্য করতে সক্ষম।
সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটে যেতে পারবে ট্রেন।