Advertisement

দেশ

JD Vance India Tour: তাজমহলে মুগ্ধ ভান্স, পরিবার নিয়ে ছবি তুললেন-ঘুরলেন, রইল সব PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2025,
  • Updated 3:58 PM IST
  • 1/7

ভারত সফরে এসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আগ্রায় শেষদিনটা কাটান। বৃহস্পতিবার, পরিবারকে সঙ্গে নিয়ে তিনি তাজমহলে ছবি তোলেন।
 

  • 2/7

এক্স হ্যান্ডেলে শেয়ার করা ছবিটিতে ভাইস প্রেসিডেন্টকে তাঁর স্ত্রী, সেকেন্ড লেডি উষা ভান্স এবং তাদের তিন সন্তানকে সঙ্গে নিয়ে ছবি তোলেন। 
 

  • 3/7

শেয়ার করা ছবিতে ক্যাপশনে ভান্স মজা করে লেখেন, "তিন সন্তান সূর্যের দিকে তাকিয়ে আছে। আদতে এটাই আজ তাজমহলে আমাদের তোলা সেরা ছবি।" 

  • 4/7

জেডি ভান্সকে ফ্যাকাশে নীল শার্ট এবং বেইজ ট্রাউজারের উপর একটি নেভি ব্লু ব্লেজার পরে দেখা যায়। অন্যদিকে ঊষা ভান্সকে নীল-সাদা স্ট্রাইপ ড্রেসে দেখা যায়। দুই পুত্র সন্তানকে দেখা যায় নীল-সাদা কুর্তায়।

  • 5/7

ভ্রমণের শুরুতে, ভান্স পরিবার দিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সাথে দেখা করেন। জেডি ভ্যান্স বক্তৃতায় প্রকাশ করেন, প্রধানমন্ত্রী মোদীর উষ্ণতা তাঁর সন্তানদের কতটা গভীরভাবে স্পর্শ করেছিল।
 

  • 6/7

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছর ফেব্রুয়ারিতে জেডি ভান্স এবং তাঁর পরিবারের সাথে দেখা করেছিলেন এবং এআই অ্যাকশন সামিটের পাশাপাশি কিছু সময় কাটিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী ভান্সের সঙ্গে দেখা করেছিলেন, জেডি ভ্যান্সের ছেলে বিবেকের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছিলেন এবং তাঁকে একটি উপহারও দিয়েছিলেন।
 

  • 7/7

ভারত সফরের সময় এই আচরণ সম্পর্কে বলতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মন্তব্য করেন যে, তিনি এবং তাঁর স্ত্রী "তাঁর উদারতায় মুগ্ধ"। যা গভীরতর ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্কের জন্য একটি অর্থপূর্ণ ভিত্তি স্থাপন করেছিল।
 

Advertisement
Advertisement