Advertisement

দেশ

Monsoon Alert: এ বছর বর্ষা কেমন হবে? জানিয়ে দিল IMD

Aajtak Bangla
  • 14 Apr 2022,
  • Updated 1:08 PM IST
  • 1/8

গ্রীষ্মের প্রখর দাবদাহের থেকে স্বস্তি মিলবে কবে? কবে বর্ষা শুরু হবে? এই প্রশ্নের উত্তর পেতে সাধারণ মানুষ যখন হাঁসফাঁস করছে, তখন ভারতীয় আবহাওয়া বিভাগ (India Meteorological Department) প্রথম পূর্বাভাস দিয়েছে।

  • 2/8

বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর পূর্বাভাসে আইএমডি বলেছে যে, এই বছর বর্ষা 'স্বাভাবিক' হবে।

  • 3/8

গত বছরে দেশে মৌসুমি বৃষ্টিপাতের গড় ছিল ৮৮ সেন্টিমিটার। এখন নতুন স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ১ সেমি হ্রাস করা হয়েছে।

  • 4/8

অর্থাৎ, এই বছর থেকে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ৮৮ সেন্টিমিটার কার্যকর হয়েছে। নতুন গড়ের তুলনায় এবার ৯৯% থেকে ১০৫ শতাংশ বৃষ্টিপাতের প্রত্যাশা রয়েছে।

  • 5/8

১৯৬১ সাল থেকে ২০১০ সালের তুলনায় ১৯৭১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের গড় ক্রমশ কমেছে। সেই কারণেই এ বছর বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত ১ সেন্টিমিটার কমানো হয়েছে।

  • 6/8

পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে, ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে মোট মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৩.৮% কম ছিল।

  • 7/8

প্রতি বছর আইএমডি দুই ধাপে মৌসুমি বৃষ্টির পূর্বাভাস জারি করে। প্রথম পূর্বাভাস এপ্রিলে এবং দ্বিতীয়টি জুন মাসে দেওয়া হয়। প্রথম পর্যায়ে সারাদেশে বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) বৃষ্টিপাতের পূর্বাভাস পেশ করে আবহাওয়া দপ্তর।

  • 8/8

এ বছর দেশে মৌসুমী বায়ু প্রভাব স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জুন মাসেই সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। এটি কৃষকদের জন্য সুখবর বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement