Advertisement

দেশ

পার্টি চলছিল জোরকদমে, গলায় ঢালা হল মদ, তারপর পরপর পরল লাশ

Aajtak Bangla
  • 30 Oct 2021,
  • Updated 12:18 AM IST
  • 1/8

পার্টি পর্যবসিত হলো শোকসভায়। বিহারের মজফফরপুর এর ঘটনা। পার্টির আনন্দ সব চলে গেল পরপর চার জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে।

  • 2/8

গত কয়েক বছর ধরেই মদ্যপান বিক্রি এবং মজুদ করা নিষিদ্ধ রয়েছে অথচ মদ খেয়ে মৃত্যু হল এই চারজনের জানিয়ে বিহারের বজ্র আঁটুনি ফস্কা গেরো নিয়ে প্রশ্ন উঠছে।

  • 3/8

আইনের পথে যত বাধাই থাকুক না কেন, গোপনে সব জায়গাতেই দেদার মদ মেলে বলে জানা গিয়েছে। বিদেশি মদ না মিললে দেশি, চোলাই যা পাওয়া যায় তাই খায় সাধারণ মানুষ। তার ফল ভোগ করতে হলো এদের বলে মনে করছে অনেকে। কারণ যে মদ খেয়ে মৃত্যু হয়েছে তা বিষমদ বলে জানা গিয়েছে।

  • 4/8

বিহারের মজফফরপুর একটি পার্টি চলছিল। সেই সময়ে গলায় মদ ঢালে একের পর এক ব্যক্তি। চার জনের গলাতেই মদ পরে। মোজাফফরপুর জেলার থানা ক্ষেত্রে রূপৌলিতে বৃহস্পতিবার রাতের পার্টিতে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে তাদের বলে জানা গিয়েছে।

 

  • 5/8

সেখানে শুক্রবার সকালে অন্যদের মৃত্যু হয় জানা গিয়েছে যে চারজনের মৃত্যু হয়েছে তারা সবাই পার্টিতে মদ্যপান করেছিলেন। এখন চার জনের মৃত্যুতে আশঙ্কা করা হচ্ছে যে তারা বিষাক্ত মদ খেয়েছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তারাও বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর কারণ বলে মনে করছে।

  • 6/8

যদিও পুলিশ আধিকারিকদের দাবি মৃতদেহের পোস্টমর্টেমের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনার পরে গ্রামে তোলপাড় শুরু হয়েছে। দুজনের মৃত্যুর পর বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত শহরে এসএসপি জয়ন্ত এবং এসডিপিও রাজেশ শর্মা গ্রামে পৌঁছে সমস্ত দিক দিয়ে ঘটনার যাচাই শুরু করেছেন।

  • 7/8

জানিয়ে দেওয়া যাক মজফফরপুরে এই বছর মার্চ মাসে বিষাক্ত মদ খেয়ে নজনের মৃত্যু হয়েছিল জানা গিয়েছে। যে বুধবার রাতে গ্রামের পার্টি ছিল, যেখানে খাওয়ার সময় মদ পরিবেশন করা হয়। ১ ঘন্টা পরে মদ্যপান করা ব্যক্তিরা সবাই অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হতে থাকায় সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

 

  • 8/8

সেখানে সামাল দেওয়া যায়নি। তারপরও তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়। যেখানে গতকাল রাতে একজন এবং বাকিদের এদিন সকালে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে তিনজনের মৃতদেহ ময়না তদন্ত করা হচ্ছে এবং সেখানে মদ্যপান করা হয়েছিল সেই জায়গার সিল করে দেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেখানে সামাল দেওয়া যায়নি। তারপরও তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়। যেখানে গতকাল রাতে একজন এবং বাকিদের এদিন সকালে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে তিনজনের মৃতদেহ ময়না তদন্ত করা হচ্ছে এবং সেখানে মদ্যপান করা হয়েছিল সেই জায়গার সিল করে দেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement