Advertisement

দেশ

সর্দার প্যাটেলের জন্মদিনে একতার বার্তা, পুলওয়ামা নিয়ে বিরোধীদের তুলোধনা মোদীর

Aajtak Bangla
  • 31 Oct 2020,
  • Updated 12:36 PM IST
  • 1/9

২ দিনের সফরে গুজরাতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিন সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৫ তম জন্মবার্ষিকীতে স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

  • 2/9

সর্দার প্যাটেলের জন্মদিন ৩১ অক্টোবর দেশে "জাতীয় একতা দিবস" হিসেবে পালিত হয়। গুজরাত সফরের দ্বিতীয় দিনও নিজের রাজ্যে একগুচ্ছ কর্মসূচি রেখেছেন প্রধানমন্ত্রী। তবে তিনি দিন শুরু করলেন  কেভাডিয়ায় স্ট্যাচু অব ইউনিটিতে গিয়ে সর্দার প্যাটেলকে পুষ্পার্ঘ নিবেদন  করেই।
 

  • 3/9

এদিন রাষ্ট্রীয় একতা দিবসের প্যারেডেও অংশ নেন প্রধানমন্ত্রী। এরপরেই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। 
 

  • 4/9

অনুষ্ঠানে  নাম না করে  দুই প্রতিবেশী পাকিস্তান ও  চিনকে হুঁশিয়ারি দিতে দেখা যায় মোদীকে। তিনি বলেন "সুরক্ষা ক্ষেত্রেও আত্মনির্ভর হচ্ছে দেশ। ভারতের দিকে চোখ তুলে তাকালে জবাব দিতে তৈরি দেশের জওয়ানরা।" 

  • 5/9

এদিনও পুলওয়ামা নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করতে দেখা গেছে  নরেন্দ্র মোদীকে। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশের জওয়ানদের মনোবল নিয়ে ছেলেখেলা করবেন না। পরামর্শ  দেন নরেন্দ্র মোদী।

  • 6/9

বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী বলেন, আধাসামরিক বাহিনীর কুচকাওয়াজ দেখতে দেখতে তাঁর মনে পড়ে যাচ্ছিল পুলওয়ামার হামলার কথা। 'সাহসী পুত্রদের' সেই বলিদান দেশ কখনও ভুলতে পারবে না, বলে জানান তিনি।
 

  • 7/9

বিরোধীদের তোপ দেগে নমোর মন্তব্য, যদিও কিছু মানুষ এই দুঃখের সময় ছিল না দেশের পাশে। তাঁরা নিজেদের স্বার্থসিদ্ধি করতেই ব্যস্ত ছিল। তিনি আরও বলেন, "এই সময় কিছু রাজনৈতিক মানুষ তাঁদের আসল চেহারা দেখিয়েছে।"

  • 8/9

এদিনই সিভিল সার্ভিসে নবাগতদের উদ্দেশে বক্তব্য রাখেন মোদী। পরে কেভাডিয়ায় সি প্লেন সার্ভিস প্রকল্পেরও সূচনা করেন।

  • 9/9

দেশে প্রথম চালু হল সি প্লেন সার্ভিস। সর্দার সরোবর থেকে সবরমতী নদীতে হচ্ছে  এই সি-প্লেন সার্ভিস। আজই তার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সি প্লেন সার্ভিসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন এই সি-প্লেন সার্ভিস দেশের পর্যটনে নতুন দিশা দেখাবে।
 

Advertisement
Advertisement