Advertisement

দেশ

Kempegowda Airport: বিমানবন্দর না ঝুলন্ত বাগান! ভারতে ৫০০০ কোটির বিমানবন্দর, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Nov 2022,
  • Updated 1:25 PM IST
  • 1/8

বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন থাবরচন্দ গেহলৌত, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও মন্ত্রিসভার সদস্যরা। সেই সঙ্গে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ যোশী, বিজেপির রাজ্য সভাপতি নলিনকুমার কটীল এবং দলের সংসদীয় কমিটির সদস্য বিএস ইয়েদুরাপ্পা ও বিধায়করা। 

  • 2/8

কেম্পেগৌড়া বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণে খরচ হয়েছে ৫,০০০ কোটি টাকা। এর ফলে বছরে বিমানবন্দরে ৫-৬ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। এখনও পর্যন্ত যাত্রীবহনের ক্ষমতা ছিল ২.৫ কোটি টাকা। 

  • 3/8

নতুন টার্মিনাল নির্মাণে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল ঘটেছে। বেঙ্গালুরুর গার্ডেন সিটিকে উৎসর্গ করা হয়েছে। মনে হবে, বাগানে ঘুরে বেড়াচ্ছেন। ১০ হাজার বর্গমিটার জুড়ে সবুজ দেওয়াল, ঝুলন্ত বাগান এবং আউটডোর গার্ডেন রয়েছে। 

  • 4/8

কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দৈনন্দিন কাজকর্ম চালাতে ব্যবহৃত হয় অপ্রচলিত শক্তি। 

  • 5/8

Terminal in a garden, sustainability, technology এবং art & culture-এর মিশেলে তৈরি হয়েছে টার্মিনাল, এমনটাই দাবি কর্তৃপক্ষের। 

  • 6/8

এ দিন দেশের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

  • 7/8

কেএসআর বেঙ্গালিুরু স্টেশনে দেশের পঞ্চম এবং দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে সবুজ পতাকা দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 8/8

ট্রেনটি চেন্নাই থেকে কাটপাডি জংশন, বেঙ্গালুরু হয়ে মাইসোর যাবে।

Advertisement
Advertisement