Advertisement

দেশ

Narendra Modi: এবার গেরুয়া পাগড়ির সঙ্গে ম্যাচিং ওয়েস্টকোট, আগের ১১ বার স্বাধীনতা দিবসে কেমন ছিল মোদীর লুক?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 15 Aug 2025,
  • Updated 1:24 PM IST
  • 1/14

দেশে পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে লাগাতার ১২ বার দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতার ভাষণ দিলেন। ২০১৪ সাল থেকে প্রতিবছর তাঁর সাজপোষাকে থাকা নানা সংস্কৃতির ছোঁয়া।

 

  • 2/14

এবারের স্বাধীনতা দিবসেও সকলের নজর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাকের দিকে। পোশাক, এমনকী পাগড়ি থেকেও প্রতিবার আলাদা আলাদা ইঙ্গিত দেন নমো। ১২ বছরে স্বাধীনতা দিবসে কী কী ধরনের পোশাক ও পাগড়ি পরেছিলেন তিনি? কেমন ছিল তাঁর ১২টি লুক?

  • 3/14

৭৯ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেরুয়া রংয়ের পাগড়ি পরেছিলেন। তাঁর জ্যাকেটর রংও ছিল গেরুয়া। এর আগে আরও অনেক অনুষ্ঠানেই মোদী গেরুয়া রংয়ের পাগড়ি পরেছিলেন।

  • 4/14

 

২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাদা কুর্তা এবং ম্যাচ করে পায়জামার সঙ্গে নীল রংয়ের জ্যাকেট পরেছিলেন। কমলা এবং সবুজ রংয়ের পাগড়ি পরেছিলেন গতবছর।

  • 5/14

 

২০২৩ সালে প্রধানমন্ত্রী রাজস্তানের বিশেষ বাঁধনি নকশার পাগড়ি পরেছিলেন। যেটি লাল, হলুদ এবং সবুজ রংয়ের ছিল। মোদী পরেছিলেন শার্ট কলার এবং কাফ যুক্ত সাদা কুর্তা, চুড়ি পা পায়জামা এবং কালো রংয়ের ভি নেক জ্যাকেট।

  • 6/14

২০২২ সালে প্রধানমন্ত্রী মোদী তেরঙা রংয়ের পাগড়ি পরেছিলেন। জাতীয় পতাকার ৩ রং দেখা গিয়েছিল সে পাগড়িতে। এছাড়াও তার পরনে ছিল সাদা কুর্তা, চুড়ি পা পায়জামা এবং নীল রংয়ের জ্যাকেট।

  • 7/14

২০২১ সালে প্রধানমন্ত্রী সাদা কুর্তা, আকাশি রংয়ের জ্যাকেট পরেছিলেন। সঙ্গে ছিল লাল রংয়ের স্টোলের সঙ্গে গেরুয়া রংয়ের পাগড়ি। খানিকটা গোলাপি রংও ছিল তাতে।

  • 8/14

এর আগে ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেরুয়া এবং ক্রিম রংয়ের পাগড়ি পরেছিলেন লালকেল্লায় ভাষণ দেওয়ার সময়ে। প্রধানমন্ত্রী পাগড়ির একটি অংশকে হাতের মধ্যে জড়িয়ে রেখেছিলেন। কুর্তার সঙ্গে যা ম্যাচ করেছিল। গেরুয়া বর্ডার দেওয়া একটি ওড়নাও নিয়েছিলেন তিনি।

  • 9/14

২০১৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাদা কুর্তা পরেছিলেন। গলায় ছিল স্টোলের সঙ্গে হলুদ রংয়ের সঙ্গে সবুজ ও লাল বর্ডার দেওয়া রাজস্থানী স্টাইলের পাগড়ি।

  • 10/14

২০১৮ সালে প্রধানমন্ত্রী নিজের জন্য লাল বর্ডার দেওয়া গেরুয়া এবং লাল রংয়ের সাদা পাগড়ি। কুর্তা-পায়জামার সঙ্গে তাঁর লুক একদম নজরকাড়া ছিল সে বছর।

  • 11/14

২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাল্কা বাদামি রংয়ের কুর্তার উপর লাল এবং হলুদ রংয়ের পাগড়ি পরেছিলেন। সে বছরের লুক বেশ প্রশংসিত হয়েছিল।

  • 12/14

২০১৬ সালে প্রধানমন্ত্রী সাদা কুর্তা এবং চুড়ি পা পায়জামার পাশাপাশি লাল এবং ডার্ক গোলাপী রংয়ের রাজস্থানী পাগড়ি পরেছিলেন।

  • 13/14

২০১৫ সালে নরেন্দ্র মোদী হলুদ রংয়ের চেক পাগড়ি পরেছিলেন। সেই পাগড়িকে তিনি বাদামি রংয়ের জ্যাকেট এবং কুর্তার সঙ্গে টিম আপ করেছিলেন।

  • 14/14

 

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির লালকেল্লায় ভাষণ দেওয়ার সময়ে নমোর পরনে ছিল সাফ হাতা শার্ট এবং লাল ও হলুদ রংয়ের পাগড়ি।

Advertisement
Advertisement