১৯৫৯-এ লাদাখের হট স্প্রিং এলাকায় চিনা সেনার আচমকা হামলায় শহিদ হন ১০ জন পুলিশকর্মী। তাঁদের স্মরণেই পালন করা হয় ন্য়াশনাল পুলিশ কমেমোরেশন ডে। প্রতি বছর ২১ অক্টোবর পালিত হয় ন্যাশনাল পুলিশ কমেমোরেশন ডে।
পুলিশ কমেমোরেশন ডে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশকর্মীদের শ্রদ্ধা জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালে মৃত পুলিশকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পুলিশ কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে শাহ বলেন, এখনও পর্যন্ত ৩৫,৩৯৮ জন পুলিশকর্মী কর্তব্যরত অবস্থায় দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন।
দেশে করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৩৪৩ জন পুলিশকর্মী। সেই কথাও মনে করিয়ে দেন অমিত শাহ। বলেন, পুলিশ মেমোরিয়ালের দেওয়ালে তাঁদের নাম খোদিত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশ মেমোরিয়াল শুধু ইট, সিমেন্ট দিয়ে তৈরি হয়নি। এটি আমাদের সেনাদের প্রাণ বিসর্জনের কথা মনে পড়ায়। স্বাধীনতার পর থেকে যাঁরা দেশরক্ষার লড়াইয়ে নেমে নিজেদের প্রাণ দিয়েছেন তাঁদের আমরা সেলাম করি।"
আইনশৃঙ্খলা রক্ষা থেকে কোভিড মোকাবিলায় পুলিশকর্মীরা কোনও ইতস্তত না করেই সব সময় তাঁদের সেরাটা দেন। পুলিশ কমেমোরেশন ডে উপলক্ষ্যে নিহত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে নিহত পুলিশ কর্মীদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশে জঙ্গলরাজ নিয়ে বারবার যোগীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করেন, ২০১৭ সালের ২০ মার্চ থেকে ২০২০ সালের ৫ অক্টোবর পর্যন্ত এনকাউন্টারে উত্তরপ্রদেশে ১২৫ জন অপরাধীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২,৬০৭ জন।
তাঁর সরকার অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে পুলিশ কমেমোরেশন ডে-র অনুষ্ঠানে দাবি করেন যোগী আদিত্যনাথ।