Advertisement

দেশ

Ayodhya Ram Mandir: ভক্তদের জন্য কবে খুলছে মন্দির? জানিয়ে দিল ট্রাস্ট

Aajtak Bangla
  • অযোধ্যা,
  • 04 Aug 2021,
  • Updated 8:31 PM IST
  • 1/8

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এবারের ভোটে রামমন্দির একটা বড় ইস্যু হতে যাচ্ছে গোবলয়ের সবচেয়ে বড় রাজ্যটিতে। 
 

  • 2/8


গতবছর করোনা কালে ৫ অগাস্ট রাম মন্দিরের ভুমি পুজো ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতিমতো রাজকীয় সমারোহ আয়োজিত হয় অনুষ্ঠান।

  • 3/8

ইতিমধ্যে মন্দিরের কাজ শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভক্তরা মন্দিরে ঢুকতে পারবেন। যদিও পুরো মন্দির শেষ হতে ২০২৫ সাল পর্যন্ত সময় লাগবে।  এমনটাই জানা যাচ্ছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে।

  • 4/8

ফলত স্পষ্ট হয় গেল ২০২১ সাল তো বটেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগেও ভক্তদের জন্য খুলবে না মন্দিরের দরজা। যদিও নির্মাণ কাজের উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। 

  • 5/8

প্রসঙ্গত, অযোধ্যার রামমন্দির ঘিরে বহু দিন ধরেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। করোনা পরিস্থিতির জন্য রাম মন্দিরের কাজ অনেকটাই আটকে গিয়েছে বলে জানা যায়। 

  • 6/8

ইতিমধ্যে  শুরু হয়ে গিয়েছে ঐতিহাসিক মন্দিরের নির্মাণের কাজ। জানা গিয়েছে ৭০ একরের জমির উপর তৈরি হতে চলা রামমন্দিরের নির্মাণ কাজ ২০২৫ সালে শেষ হয়ে যাবে। তব সম্পূর্ণ কাজ শেষের আগে, ২০২৩ সালেই মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে যাবে। এবিষয়ে খোদ সরকারি সূত্রে জানা গিয়েছে বহু তথ্য। আপাতত জানা যাচ্ছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে রামমন্দিরের ভিত্তি প্রস্তরের কাজ নির্মাণ শেষ হবে। সেই লক্ষ্যেই ইঞ্জিনিয়াররা কাজ করছেন।

  • 7/8

এরপর রামমন্দিরের দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে। সেই কাজ শেষ হতে হতে অনেক সময় লাগবে বলে জানা যাচ্ছে। তবে দীপাবলির পরে রাম মন্দিরের দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে। রামমন্দির তৈরি করতে আনুমানিক খরচ ধরা হয়েছে ১০০ কোটি টাকা। তবে ট্রাস্টের কাছে ইতিমধ্যে অনুদান হিসেহবে ৩০০ কোটি টাকা উঠে গেছে।

  • 8/8

প্রসঙ্গত ২ দিন আগেই অযোধ্যার রামমন্দিরে ১৫ সদস্যের একটি ট্রাস্টি ও ইঞ্জিনিয়ারদের দল পরিদর্শনে যায়। সেখানে তাঁর বৈঠক করেন রামমন্দির নির্মাণের বিভিন্ন দিক নিয়ে। ট্রাস্টের চেয়ারম্যান নিপেন্দ্র মিশ্র এই বৈঠকের পৌরহিত্য করেন। তারপরই জানানো হয় যে ২০২৩ সালের ডিসেম্বর মাস নাগাদ অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলে যাবে।

Advertisement
Advertisement