গোটা দেশে উদযাপিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ১৭ হাজার ফুট উচ্চতার ভারত - তিব্বত সীমান্তে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় পতাকা উত্তোলন করলেন আইটিবিপির জওয়ানরা।
তিরঙ্গা নিয়ে এক হাঁটু বরফ পেরিয়ে পতাকা উত্তোলন করেন তাঁরা।
শুধু জানুয়ারতেই নয়, সারা বছরই তীব্র ঠাণ্ডার মধ্যে সীমান্ত সুরক্ষায় মোতায়েন থাকেন এই জওয়ানরা।
অন্যদিকে এদিন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাতেও পতাকা উত্তোলন করে ভারতীয় সেনাবাহিনী।
পাশাপাশি যাতে এই দিনে কোনও রকম জঙ্গি কার্যকলাপ ও অনুপ্রবেশ না ঘটে তার জন্য এলওসিতে জারি করা হয়েছে হাই অ্যালার্টও।