Advertisement

দেশ

প্রজাতন্ত্র দিবসে নজর কাড়ল 'ব্রহ্মস্ত্র'-সহ দেশের ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র

Aajtak Bangla
  • 26 Jan 2021,
  • Updated 10:18 PM IST
  • 1/8

ভারতের সামরিক শক্তিতে সদ্য যোগ দেওয়া কয়েকটি সেরা অস্ত্র প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত করা হল। প্রথমবারের মতো উড়ল রাফালে বিমান। অন্যদিকে টি -৯০ ট্যাংক-সহ অনেকগুলি ক্ষেপণাস্ত্রও দেখানো হল। এদিন সামরিক ব্যবস্থার কী কী অস্ত্র, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের গৌরব বাড়িয়ে তুলছে দেখে নেওয়া যাক-

  • 2/8

কুচকাওয়াজ চলাকালীন ভারতীয় সেনাবাহিনী তার যুদ্ধের মূল ট্যাঙ্ক টি -৯০ ভীষ্ম, পদাতিক যোদ্ধা গাড়ি বিএমপি -২ সরথ, আপগ্রেড শিলকা অস্ত্র ব্যবস্থা, ব্রহ্মস্ত্র ক্ষেপণাস্ত্রের মোবাইল লঞ্চ সিস্টেম, রকেট সিস্টেম পিনাকা, বৈদ্যুতিন যুদ্ধের ব্যবস্থা এবং অন্যান্য অস্ত্র প্রদর্শন করছে।

  • 3/8

সকলেই ব্রহ্মস্ত্র ক্ষেপণাস্ত্রটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ভারতের সবচেয়ে শক্তিশালী মিসাইল এটি। শত্রুপক্ষকে প্রতি ঘন্টায় ৩৪৫৭ কিলোমিটার বেগে ধাওয়া করতে পারে এই মিসাইল। ৪০০ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুঘাঁটিকে অবলীলায় শেষ করে দিতে ক্ষেপণাস্ত্রটি।

  • 4/8

আপগ্রেড শিলকা অস্ত্র সিস্টেম আকাশপথে থেকে দেশকে রক্ষা করে। এটি একটি শক্তিশালী এবং সঠিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা। 3D ট্র্যাকিং এর মাধ্যমে রাডারগুলি আকাশ থেকে আগত প্রতিটি আক্রমনকে চিহ্নিত করতে এবং নিকেশ করতে সক্ষম হয়।

  • 5/8

বিশ্বের শক্তিশালী এবং ভারতের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হল টি -৯০। এই প্যারেডে এই ট্যাঙ্কটিও গৌরব বৃদ্ধি করছে। তৃতীয় প্রজন্মের টি -৯০ এই অত্যাধুনিক ট্যাঙ্কটিতে একটি ১২৫ মিলিমিটার বন্দুক রয়েছে যা বিভিন্ন ধরণের শেল নষ্ট করতে পারে। এটি যে কোনও গাইডেড মিসাইলকেও লক্ষ্য করতে পারে। এর শেলটি ৫ কিলোমিটার অবধি ধ্বংস করতে পারে। এটি জলেও পাঁচ মিটার গভীরতায় যেতে পারে।

  • 6/8

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় আইএনএস বিক্রন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। তবে আগামী দিনে এই যুদ্ধবিমানের জায়গায় আসতে চলেছে ভারতীয় পদ্ধতিতে বানান তেজস। যার ওজন এর থেকেও হালকা।

  • 7/8

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) এবার দুটি ট্যাবলোও ছিল এদিনের প্যারেডে। ডিআরডিও লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট নেভির (এলসিএ-এনএভিওয়াই) নজর কেড়েছে সকলের।

  • 8/8

এছাড়াও ছিল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এটিজিএম)। যেখানে রয়েছে তরুণ ডিআরডিও বিজ্ঞানী শৈলাদিত্য ভৌমিকের তৈরি অত্যাধুনিক ফিচার। লেজার গাইডেড এই মিসাইল শত্রুপক্ষকে ট্র্যাক করতে পারে সহজেই।

Advertisement
Advertisement