রাস্তা দিয়ে চলছিল গাড়ি। হঠাৎই রাস্তায় ধস নেমে প্রকাণ্ড গর্তের মধ্যে চলে গেল গাড়িটি। সোমবার এমনই এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকলেন রাজধানীবাসী।
জানা গিয়েছে, এদিন বন্ধুর সঙ্গে দেখা করে ফিরছিলেন দিল্লি পুলিশের (Delhi Police) জওয়ান অশ্বিনী।
দ্বারকা সেক্টর ১৮-র অতুল্য চক দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তায় ধস নেমে গর্তে তলিয়ে যায় গাড়িটি। ঘটনার আকস্মিকতায় একেবারে হতবাক হয়ে যান ওই জওয়ান। এরপর কোনওরকমে গাড়ির বাইরে এসে নিজের প্রাণ বাঁচান তিনি।
এই ঘটনা দেখে স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পথচলতি মানুষজনের মধ্যে। জানা গিয়েছে, বর্তমানে পটেল নগর সার্কেলের ট্রাফিকে পোস্টিং রয়েছে ওই জওয়ানের। এদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
প্রসঙ্গত বর্ষার মরশুমে দিল্লির বেশকিছু জায়গায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। সেক্ষেত্রে বর্ষার কারণেই এই ঘটনা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
একইসঙ্গে রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা সংশ্লিষ্ট দফতরের ভূমিকা নিয়েও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।