Advertisement

দেশ

Modi Putin Carpool Diplomacy: মোদী পুতিনকে তুলে নিলেন গাড়িতে, গল্প-আড্ডা দুই বন্ধুর, সব ছবি রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Dec 2025,
  • Updated 10:20 PM IST
  • 1/11

অভিন্ন হৃদয় বন্ধু যখন বাড়িতে আসে, তখন যেভাবে তার খাতির করা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠিক সেই ভাবেই এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 2/11

আপনাদের নিশ্চয়ই মনে আছে, কয়েক মাস আগে মোদী যখন চিনে গিয়েছিলেন SCO সামিটে, পুতিন তাঁর নিজের গাড়িতে মোদীকে তুলে নিয়েছিলেন। তারপর ৪৫ মিনিট গল্প করতে করতে গিয়েছিলেন। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার মোদীও উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন পুতিনকে। এয়ারপোর্ট থেকে বন্ধুকে গাড়িতে চাপিয়ে নিয়ে এলেন।
 

  • 3/11

যে SUV-তে  মোদী ও পুতিন একসঙ্গে সফর করলেন, সেই SUV-টির কী কী বিশেষত্ব। গাড়িটিকে নিরাপত্তার লৌহবাসর বললেও কম বলা হয়। আজ ঠিক সন্ধ্যা ঠিক ৬টা ৪৫ মিনিটে পুতিনের বিমান দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। 
 

  • 4/11

যে SUV-তে  মোদী ও পুতিন একসঙ্গে সফর করলেন, সেই SUV-টির কী কী বিশেষত্ব। গাড়িটিকে নিরাপত্তার লৌহবাসর বললেও কম বলা হয়। আজ ঠিক সন্ধ্যা ঠিক ৬টা ৪৫ মিনিটে পুতিনের বিমান দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

  • 5/11

সেখানে উপস্থিত থেকেই তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান থেকে নামার পর দুই রাষ্ট্রপ্রধান উষ্ণ আলিঙ্গনে পরস্পরকে শুভেচ্ছা জানান। এরপর প্রধানমন্ত্রী মোদী ও পুতিন একই গাড়িতে করে বিমানবন্দর থেকে রওনা দেন।
 

  • 6/11

চলতি বছরের অগাস্টে চিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে দু’জনকে একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গিয়েছিল। আবারও দিল্লিতে সেই দৃশ্য পুনরাবৃত্তি হল। 
 

  • 7/11

তবে ক্রেমলিনের দাবি, বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে পুতিনকে স্বাগত জানানোর সিদ্ধান্ত সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিলেন না। অর্থাত্‍ মোদী দেখালেন, এটাই ভারত। এখানে অতিথিকে দেবতার আসনে রাখা হয়। 

  • 8/11

দুই রাষ্ট্রপ্রধান বিমানবন্দর থেকে নিয়ে এলেন একটি সাদা Toyota Fortuner SUV (রেজিস্ট্রেশন নম্বর: MH01EN5795)-এ। কেমন এই Toyota Fortuner, যে SUV-তে চড়লেন দুই বিশ্বনেতা? 

  • 9/11

ভারতের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী SUV-গুলির মধ্যে অন্যতম Toyota Fortuner। নিরাপত্তা, পারফর্ম্যান্স ও নির্ভরযোগ্যতার জন্য Fortuner আলাদা পরিচিতি তৈরি করেছে।
 

  • 10/11

গাড়ির প্রধান বৈশিষ্টগুলি জেনে নেওয়া যাক।  মডেল: Toyota Fortuner Sigma Diesel (Manual Transmission) এক্স-শোরুম মূল্য: আনুমানিক ৩৮.১১ লক্ষ টাকা। সিটিং ক্যাপাসিটি: ৭ সিটার। দৈর্ঘ্য: ৪,৭৯৫ মিমি। প্রস্থ: ১,৮৫৫ মিমি। উচ্চতা: ১,৮৩৫ মিমি। হুইলবেস: ২,৭৪৫ মিমি। জ্বালানি ট্যাঙ্ক: ৮০ লিটার। বুট স্পেস: ২৯৬ লিটার।

  • 11/11

এবার আসা যাক কতটা শক্তিশালী এই গাড়িটি? Fortuner-এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ২.৮-লিটার, ৪-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, যা উৎপন্ন করে ২০১ BHP পাওয়ার। ৫০০ Nm টর্ক। ম্যানুয়াল ও অটোমেটিক, দুই ধরনের ট্রান্সমিশনে মডেলটি বাজারজাত হলেও, পুতিনকে যে গাড়িতে নিয়ে আসা হল, সেটি ম্যানুয়াল ট্রান্সমিশন মডেল। SUV-এর বিশেষ বৈশিষ্ট্যগুলি হল, বৈদ্যুতিক ড্রাইভার সিট অ্যাডজাস্টমেন্ট। মাউন্টেড কন্ট্রোল স্টিয়ারিং, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল। পাওয়ার উইন্ডোজ। সফট-টাচ ইন্টেরিয়র ফিনিশিং। ১৮ ইঞ্চি অ্যালয় হুইল। প্রথমেই বললাম, এই গাড়িটির সেফটি অন্যমাত্রার। Fortuner-কে একটি নিরাপদ ও বিশ্বস্ত SUV হিসেবে বিবেচনা করা হয়। এতে রয়েছে, ৭টি এয়ারব্যাগ। ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল (VSC)। ব্রেক অ্যাসিস্ট (BA)। হিল-অ্যাসিস্ট ও ডাউনহিল কন্ট্রোল। ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল। ISOFIX চাইল্ড সিট মাউন্ট।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement