Advertisement

দেশ

নদীতে মিলল রুপোর কয়েন! খবর ছড়াতেই হামলে পড়ল গোটা গ্রাম

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Aug 2021,
  • Updated 3:09 PM IST
  • 1/6

বৃষ্টি-বন্যায় নাজেহাল মধ্যপ্রদেশ। এরই মধ্যে অশোকনগরের পঞ্চবলি গ্রামে রটে গেল এমন একটি খবর যা শুনে অবাক গ্রামবাসী। এতদিন বৃষ্টির কারণে সেখানকার সিন্ধ নদীতে জল বেড়ে যায়। রবিবার জল কমতেই ঘটে আশ্চর্যকর ঘটনা। নদী থেকে মেলে রুপোর কয়েন। এই খবর পেয়ে গোটা গ্রাম রুপো লাভের আশায় নদীর পারে জড়ো হয়।
 

  • 2/6

এই রুপোর কয়েনগুলি যে সে কয়েন নয়। এর মধ্যে ইংরেজি ভাষায় লেখা শব্দ।
 

  • 3/6

শুধু এক-দুটো নয়। সাত, আটটি রুপোর কয়েন মেলে গ্রামবাসীদের। এই খবর পেয়ে নদীতে খোঁজ খোঁজ পড়ে যায়। সবাই মিলে আরও রুপোর কয়েন খুঁজতে মরিয়া হয়ে যায়। বন্যার জলে কোনও জায়গা থেকে ভেসে এসে নদীতে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
 

  • 4/6

স্থানীয় জেলা প্রশাসকের সঙ্গে কথা বললে, তিনি বলেন সংবাদমাধ্যমের থেকে এই খবর পান। এই কয়েনগুলি কোথা থেকে এল খতিয়ে দেখা হবে। 
 

  • 5/6

গ্রামবাসীদের কারও আশঙ্কা, প্লাবনের জলে ভেসে এসেছে এই কয়েনগুলি। কিংবা মানত করে হয়তো কেউ রুপোর কয়েন দান করেছে।
 

  • 6/6

গ্রামবাসীদের ধারণা, বন্যার জলের তোরে পারে এসে জমা হয়েছে এই কয়েনগুলি।  

Advertisement
Advertisement