সাপের কামড় খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কেরলের বিখ্যাত সাপুড়ে ভাভা সুরেশ। (সব ছবি-ফেসবুক/Vava Suresh)
সাপ ধরার জন্য কেরালা জুড়ে পরিচিত ভাভা সুরেশের। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি।
ভাভা সুরেশ সাপ ধরতে অত্যন্ত পারদর্শী। বিভিন্ন বাড়ি থেকে বিষাক্ত সাপ ধরে তিনি নিরাপদ স্থানে ছেড়ে দিতেন।
ভাভা সুরেশকে তিন দিন আগে ডাকা হয়েছিল একটি সাপ ধরতে। সাপটি কোট্টায়ামের একটি এলাকায় এসেছিল।
সোমবার সুরেশ কোট্টায়ামের কুরিচিতে ওই কোবরাটিকে ধরার চেষ্টা করেন। তখনই ঘটে যায় বিপত্তি।
তখনই সাপটি তাঁর ডান পায়ে কামড় দেয়, সুরেশকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে সুরেশের।
তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার সাপের কামড় খেয়েছেন সুরেশ।
তবে প্রত্যেকবারই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছিলেন তিনি।
বিষধরের কামড়ে দুবার তাঁকে ভেন্টিলেটরে ভর্তি হতে হয়েছিল।
তবে বর্তমানে সুরেশের অবস্থা ফের আশঙ্কাজনক। ভেন্টিলেটরের জন্য কোট্টায়াম মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হবে