Advertisement

দেশ

Winter Forecast 2025: শীতলতম বছর হতে চলেছে ২০২৫? 'ছোট্ট মেয়ে'র প্রভাবে হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস IMDর

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Oct 2025,
  • Updated 3:43 PM IST
  • 1/15

এবারের বর্ষা রীতিমতো তাণ্ডব চালাল গোটা দেশে। এখনও দুর্যোগ চলছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন অংশে। অতিবৃষ্টি, বন্যা, ধস, হড়পা বানে ২০২৫ সালে দেশ দেখল মৃত্যু মিছিল। 
 

  • 2/15

ব্যাপক ধ্বংসলীলা। এবার আসছে শীতের পালা। 'বসন্ত জাগ্রত দ্বারে'। ২০২৫ সালের শীতকালও কি হাড় কাঁপানো হতে চলেছে? নাকি আবহাওয়ার খামখেয়ালিতে ঠান্ডাও কম পড়বে? 
 

  • 3/15

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, শীতের কামড় এবার ব্যাপক হতে চলেছে দেশজুড়েই। তার কারণ, লা নিনা (La Nina) এফেক্ট। 
 

  • 4/15

দিল্লির মৌসম ভবন (IMD) ও মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের পূর্বাভাস, গত কয়েক বছরে সবচেয়ে কড়া শীত পড়তে পারে ২০২৫ সালে। 
 

  • 5/15

চলতি বছরের শেষের দিকে শীতের বিকাশের সম্ভাবনা প্রায় ৭১ শতাংশ। যার জেরে ভারতের বড় অংশে, বিশেষ করে উত্তর ভারতে ব্যাপক ঠান্ডা পড়বে। ব্যাপক শীতের কবলে পড়বেন কয়েক লক্ষ মানুষ।
 

  • 6/15

লা নিনা একটি স্প্যানিশ শব্দবন্ধ। স্প্যানিশ ভাষায় লা নিনার অর্থ, 'Little Gir' বা 'শিশুকন্যা'।  এটি চলাকালীন দক্ষিণ আমেরিকার কাছাকাছি পূর্ব প্রশান্ত মহাসাগরের জল অনেকটা ঠান্ডা হয়ে যায়, আর ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার কাছাকাছি পশ্চিম প্রশান্ত মহাসাগর তুলনায় উষ্ণ থাকে। 
 

  • 7/15

এই তাপমাত্রার পার্থক্য বিশ্বজুড়ে আবহাওয়ায় প্রভাব ফেলে। অনেক সময় সাময়িকভাবে বিশ্ব উষ্ণায়ন কমিয়ে দেয় এই La Nina। লা নিনার সময় প্রশান্ত মহাসাগরের জল ঠান্ডা হয়ে যাওয়ায় বায়ুমণ্ডলের প্রবাহ বদলে যায়। 
 

  • 8/15

এর ফলে এশিয়ার আকাশে দ্রুতগামী জেট স্ট্রিম নামক বায়ুপ্রবাহের অবস্থানও সরে যায়। এর জোরাল প্রভাব পড়ে ভারতের উত্তরাঞ্চলের আবহাওয়ায়। 

  • 9/15

তীব্র ঠান্ডা বাতাস অনেকটা ভেতর পর্যন্ত প্রবেশ করে। তাই শীতকাল আরও কড়া ঠান্ডা হয় এবং ঘন ঘন শৈত্যপ্রবাহ চলতে থাকে।
 

  • 10/15

অতীতে দেখা গিয়েছে লা নিনার প্রভাবে কিছুটা লাভবান হয় ভারত। ব্যাপক বৃষ্টি হয়। ফলে ফসল ভাল হয় ও ভূগর্ভস্থ জলের ঘাটতি পূরণ হয়ে যায়। 

  • 11/15

কিন্তু একই সঙ্গে শীতকালে একেবারে ঠান্ডার মারণ কামড়ও ঝেলতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, লা নিনার জেরে ভারতের পাহাড়ি অঞ্চলে তুষারপাত ব্যাপক হয়। 
 

  • 12/15

মাত্রাতিরিক্ত স্নো ফলের জেরে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়ে।  
 

  • 13/15

সম্প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, লা নিনা চলাকালীনও কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা যেতে পারে। 
 

  • 14/15

তাই এখনও পর্যন্ত পুরোটাই পূর্বাভাসের উপরেই ভিত্তি। কারণ, আবহাওয়ার খামখেয়ালিপনা গোটা বিশ্বেই চলছে। তাই বেশ কিছু অনিশ্চিত হয়ে যাচ্ছে পূর্বাভাস।

  • 15/15

২০১৭ সালের পরে বর্ষায় সবচেয়ে বেশি বৃষ্টি হল ২০২৫ সালে। এবার কি শীতলতম বছরও হতে চলেছে ২০২৫ সাল, প্রশ্নের উত্তর মিলবে আর দু মাস পরেই। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement