Advertisement

দেশ

গোয়ায় BJP-র বিরুদ্ধে ঘরে ঘরে 'চার্জশিট' পৌঁছে দিচ্ছে TMC

Aajtak Bangla
  • পানাজি,
  • 16 Nov 2021,
  • Updated 1:02 AM IST
  • 1/13

TMC Goa: গোয়ায় ঘরে ঘরে 'চার্জশিট' পৌঁছে দেওয়ার কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার থেকে শুরু হয়ে সেই কর্মসূচি। এ কাজে নামানো হয়েছে সে রাজ্যে দলের কর্মীদের।

  • 2/13

বাংলার বিধানসভা ভোটে বিপুল সাফল্য পেয়ে তৃণমূলের নজর এখন দেশের বেশ কয়েকটি রাজ্যে। এর মধ্যে রয়েছে ত্রিপুরা, গোয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) গোয়া সফরে গিয়েছিলেন। তৃণমূলে নাম লিখিয়েছেন অভিনেত্রী নাফিসা আলি, ক্রিড়াবিদ লিয়েন্ডার পেজ।

  • 3/13

কিছুদিন আগে তৃণমূল প্রকাশ করেছিল 'চার্জশিট'। সেটি আসলে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগের তালিকা।

  • 4/13

এদিন সেই চার্জশিট গোয়ার ঘরে-ঘরে পৌঁছে দেওয়ার কাজ শুরু করল তারা।

  • 5/13

গোয়া তৃণমূলের ইনচার্জ হয়েছেন দলের সাংসদ মহুয়া মৈত্র। শনিবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ খবর জানানো হয়েছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি চিঠি তাদের তরফ থেকে দেওয়া হয়।

  • 6/13

তৃণমূল কংগ্রেস সাংগঠনিক এই বিষয়ে টুইট করেছিল। ওই চিঠিতে অভিষেক জানিয়েছেন, চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন গোয়াকে আরও সুন্দর করে তুলতে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে গোয়া তৃণমূলের ইনচার্জ করা হল। অবিলম্বে এই পদের দায়িত্ব নেবেন তিনি।

  • 7/13

গোয়ায় মমতা
দলের সংগঠন বিস্তার করতে দিন কয়েক আগে গোয়া সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর একগুচ্ছ কর্মসূচি ছিল। তিনদিনের সফরে গোয়ায় গিয়েছেন মমতা।

  • 8/13

চার্জশিট
এর আগে দলের একাধিক নেতা সেখানে গিয়েছেন। দলের কর্মীদের উৎসাহিত করেছেন। বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন। সেখানে তাঁরা বিক্ষোভ-অবস্থান কর্মসূচিও নিয়েছিলেন। গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে 'চার্জশিট'ও দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার সেই চার্জশিট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করল।

  • 9/13

একের পর এক কর্মসূচি
গোয়া সফরে গিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে মন্দির দর্শন,সমাজের বিশিষ্টদের সঙ্গে আলাপ-সহ একগুচ্ছ কর্মসূচি ছিল মমতার।

  • 10/13

বাংলার বাইরে
তৃণমূল কংগ্রেস বাংলার বাইরে নিজেদের সংগঠনের শক্তি বাড়াতে চাইছে। ইতিমধ্যে ত্রিপুরায় নজর দিয়েছে তারা। কিছুদিনের মধ্যেই সেখানে বিধানসভা ভোট রয়েছে।

  • 11/13

প্রসঙ্গত, দলের একাধিক নেতা সেখানে বারবার গিয়েছেন। বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অনেকে।

  • 12/13

তৃণমূল অভিযোগ করছে, বিজেপি তাদের ওপর আক্রমণ করছে, হামলা চালাচ্ছে।

  • 13/13

ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন। বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement
Advertisement