Advertisement

দেশ

Mahua Moitra Congratulates Babul Supriyo : মামলা করেছিলেন, সেই মহুয়া 'পুরনো সংঘর্ষ' ভুলে স্বাগত জানালেন বাবুলকে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2021,
  • Updated 8:14 PM IST
  • 1/11

Mahua Moitra Congratulates Babul Supriyo: বাবুল সুপ্রিয়কে তৃণমূলে স্বাগত জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বছর কয়েক আগে তিনিই বাবুলের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মহুয়া তাঁর নতুন সহকর্মীকে স্বাগত জানালেন।

  • 2/11

এদিন মহুয়া টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমার লোকসভার নতুন সহকর্মীকে শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনা! এখন একই উৎসাহ নিয়ে ব্য়াটিং করব। আগে যা আলাদা আলাদা দলের জন্য করতাম।

  • 3/11

তখন মহুয়া সাংসদ নন, বিধায়ক। তবে বাবুল সাংসদ। এক টিভি অনুষ্ঠানে বাবুলের মন্তব্য নিয়ে আপত্তি জানান মহুয়া।

  • 4/11

তাঁর দাবি ছিল, বাবুল কটূক্তি করেছেন। আর তরপর তিনি মামলা দায়ের করেন। 

  • 5/11

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। কিছু দিন আগে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কথা বলেছিলেন।

  • 6/11

পরে অবশ্য সেই মামলা খারিজ হয়ে যায়। তবে আদালত তাঁকে সতর্ক করে দিয়েছিল।

  • 7/11

কোনও প্রতিহিংসার রাজনীতি নয়। আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেব। শনিবার তৃণমূলে যোগ দেওয়ার পর এই কথা জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

  • 8/11

তিনি বলেন, আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই। রাজনীতি ছাড়ব মন থেকে বলেছিলাম। ৭ বছরের যে কঠিন পরিশ্রম, তা ফুলস্টপ এসে গিয়েছিল। জানি না কেন। গান থেকে দূরে সরে গিয়ে কাজ করেছিলাম। শেষ ৩-৪ দিনে হয়েছে। দিদি, অভিষেকের থেকে বার্তা পাই। রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত ঠিক ভুল বলব না। বাংলাকে সেবা করার সুযোগ পেয়েছি। যা দায়িত্ব পাব, তা জানাব। বাংলার মানুষের উন্নতির জন্য কাজ করতে চাই।

  • 9/11

এদিন বাবুল বলেন, রাজনীতি ছাড়া কোনও ড্রামা ছিল না। বাংলা, নিরাপত্তা ছেড়ে দিয়েছিলাম। যে সুযোগ পেয়েছি, তা যে যার মতো ব্যাখ্য়া করবেন। আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেব।

  • 10/11

বাবুল জানান, মন থেকে কাজ করেছি। আপনারা হয়তো স্বীকার করবেন। ভুলত্রুটি অনেক হয়। আসানসোল ধরে রাখার কোনও প্রশ্নই আসছে না।

  • 11/11

তিনি বলেন, বাংলার জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম। কটাক্ষ করানো হবে বিজেপি থেকে। আমার মন থেকে ট্রেন্ডিং এসেছে, গোঁ ধরে রাজনীতি ছেড়ে এসেছিলাম। কোনও বদলার রাজনীতি নয়। আমার মনে হয় না মমতাদির বাবুল সুপ্রিয়র প্রচারের দরকার। দল যা বলবে, তা করব। অনেকে বলবে মন্ত্রিত্বের লোভ। তবে আমি কাজ করতে চাই।

Advertisement
Advertisement