পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে মেঘালয় সফরে রয়েছেন। সোমবার তাঁরা শিলং পৌঁছেছেন। সব ছবি সৌজন্য: PTI
মেঘালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেঘালয় সফর।
অতীতে ত্রিপুরার পুরভোটে লড়লেও বিধানসভা নির্বাচনে কখনও প্রার্থী দেয়নি তৃণমূল। মেঘালয়ে কোনও লড়াইতেই কখনও দেখা যায়নি তৃণমূলকে।
কংগ্রেস থেকে ১১ জন বিধায়ককে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল।
আগামী বছর মার্চ মাসে মেঘালয়ে বিধানসভা ভোট। এ বার এই পাহাড়ি রাজ্যকে টার্গেট করেছে তৃণমূল। বিধানসভা ভোটের আগে মেঘালয়ের দলীয় নেতা, কর্মীদের মনোবল বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গত মাসে মেঘালয় সফরে গিয়েছিলেন অভিষেক। সে বার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন করেন তিনি। মুকুল সাংমার দাবি, শাসকদল ন্যাশনাল পিপলস পার্টির কাজকর্মে বিরক্ত মেঘালয়ের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই তাঁরা বিকল্প হিসেবে দেখছেন।
আগামী বছরের শুরুতেই উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। দুই রাজ্যেই ভোটে প্রার্থী দিতে চায় তৃণমূল। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।
মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া।