গত বছর প্রথম করোনা ওয়েভের সময় আধা সেনার একের পর এক জওয়ান করোনা আক্রান্ত হয়েছিলেন। একবছর পর দ্বিতীয় ওয়েভে ফের করোনা ঝড়ে কাবু দেশের জওয়ানরা।
করোনা সব চেয়ে বেশি থাবা বসিয়েছে সীমান্তে কর্মরত জওয়ানদের ওপরে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন বিএসএফ-এর ৪৬৩ জন জওয়ান।
গত ২৪ ঘণ্টায় আধা সামরিক বাহিনীর ৫৭৭ জন জওয়ানের কোভিড ১৯ সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।
বিএসএফ-এর মত না হলেও করোনা জ্বরে কাবু সিআরপিএফ জওয়ানরাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০।
গত ২৪ ঘণ্টায় সিআইএসএফ-এর (CISF) ৪৮ জন জওয়ান কোভিড ১৯ সংক্রমণের শিকার হয়েছেন।
২৩ জন SSB জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন বিগত ২৪ ঘণ্টায়।
ITBP ১২ জন জওয়ানের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে বুধবার।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশের মোট ২৭২৭ জন আধা সেনা করোনাভাইরাসে আক্রান্ত।