Advertisement

দেশ

শুধু BSF-এই ৪৬৩! করোনা আক্রান্ত হচ্ছেন একের পর এক জওয়ান

Aajtak Bangla
  • 14 Apr 2021,
  • Updated 9:00 PM IST
  • 1/8

গত বছর প্রথম করোনা ওয়েভের সময় আধা সেনার একের পর এক জওয়ান করোনা আক্রান্ত হয়েছিলেন। একবছর পর দ্বিতীয় ওয়েভে ফের করোনা ঝড়ে কাবু দেশের জওয়ানরা।

  • 2/8

করোনা সব চেয়ে বেশি থাবা বসিয়েছে সীমান্তে কর্মরত জওয়ানদের ওপরে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন বিএসএফ-এর ৪৬৩ জন জওয়ান। 

  • 3/8


গত ২৪ ঘণ্টায় আধা সামরিক বাহিনীর ৫৭৭ জন জওয়ানের কোভিড ১৯ সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। 
 

  • 4/8

বিএসএফ-এর মত না হলেও করোনা জ্বরে কাবু সিআরপিএফ জওয়ানরাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০। 

  • 5/8

গত ২৪ ঘণ্টায় সিআইএসএফ-এর (CISF) ৪৮ জন জওয়ান কোভিড ১৯ সংক্রমণের শিকার হয়েছেন। 
 

  • 6/8

২৩ জন SSB জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন বিগত ২৪ ঘণ্টায়।
 

  • 7/8


ITBP ১২ জন জওয়ানের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে বুধবার। 

  • 8/8

রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশের মোট ২৭২৭ জন আধা সেনা করোনাভাইরাসে আক্রান্ত। 
 

Advertisement
Advertisement