Advertisement

দেশ

Rishi Sunak Visits Akshardham: 'যখনই সুযোগ পাব, চলে আসব...' সস্ত্রীক অক্ষরধামে পুজো দিয়ে বললেন ঋষি সুনক

Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Sep 2023,
  • Updated 12:46 PM IST
  • 1/10

G-20 সম্মেলনের দ্বিতীয় দিন। তার আগে, রবিবার সস্ত্রীক দিল্লির অক্ষরধাম মন্দির দর্শন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। স্ত্রী অক্ষতার সঙ্গে স্বামী নারায়ণের দর্শন করেন। 

  • 2/10

রবিবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি 20 শীর্ষ সম্মেলনে বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 

  • 3/10

তার আগে মন্দিরে প্রার্থনা করেন ঋষি সুনক। অত্যন্ত কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঋষি সুনক অক্ষরধাম মন্দিরে যান। 

  • 4/10

সেই সময়েই হালকা বৃষ্টি শুরু হয়। তার তোয়াক্কা না করে, ছাতা হাতেই মন্দিরে প্রবেশ করেন তাঁরা।

  • 5/10

অক্ষরধাম মন্দিরের প্রধান জ্যোতিন্দ্র দাভে জানালেন, ঋষি সুনক নিজেই মন্দিরে আসবেন বলে জানিয়েছিলেন। কখন আসা যাবে, তাও জানতে চান। 

  • 6/10

তিনি জানালেন, 'আমরা তখন বলি, আপনি যখন খুশি আসতে পারেন।'  

  • 7/10

জ্যোতিন্দ্র দাভে জানালেন, মন্দিরে আসার পর ঋষি সুনক মন্দিরে আরতি করেন। পুজারীদের সঙ্গে দেখা করেন। 

  • 8/10

এর পাশাপাশি ঋষি সুনক মন্দিরের বিগ্রহের সামনে ফুল দেন। ঋষি সুনক বলেন, ফের যখনই সুযোগ পাব, আসব। 

  • 9/10

মূল মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। মন্দিরের বাইরে জুতো খুলে খালি পায়ে প্রবেশ করেন। 

  • 10/10

মন্দিরের পুরোহিতরা বলছেন, ঋষি সুনকের সঙ্গে কথা বলে তাঁদের মনে হয়েছে, সনাতন ধর্মের অনুরাগী ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

Advertisement
Advertisement