Advertisement

দেশ

Uttarkashi Tunnel Rescue: পাহাড়ের বুক চিড়ে বাইরে এলেন শ্রমিকরা, সেই সব মুহূর্তের Photos

Aajtak Bangla
  • 28 Nov 2023,
  • Updated 10:42 PM IST
  • 1/9

Uttarkashi Tunnel Rescue: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। সুড়ঙ্গে খনন কাজ শেষ হয়েছে। ৮০০ মিমি ব্যাসের একটি পাইপের মাধ্যমে সমস্ত শ্রমিককে টেনে বের করা হয়েছে।

  • 2/9

NDRF টিম পাইপের মাধ্যমে কর্মীদের কাছে পৌঁছয়, তারপর তাদের বের করে আনার কাজ শুরু হয়। শ্রমিকদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। শ্রমিকদের পরিবারের সদস্যদের সুড়ঙ্গের ভেতরে পাঠানো হয়। পরিবারের সদস্যদের সঙ্গেই শ্রমিকদের জন্য শীতের উপযোগী পোশাক পাঠানো হয়।

  • 3/9

চর ধাম সাইটগুলির মধ্যে সংযোগ উন্নত করার জন্য ১২,০০০ কোটি টাকার পরিকাঠামো পরিকল্পের অংশ, দিপাবলীর (১২ নভেম্বর) ভোরে সিল্কিয়ারার প্রবেশদ্বার থেকে ১৬০ মিটার দূরত্বে সুড়ঙ্গটি ভেঙে পড়ে। ওই দিন থেকেই ধসের নীচে আটকে রয়েছেন ৪১ শ্রমিক।

  • 4/9

গত মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে প্রথমবার বিশেষ সিসিটিভি ক্যামেরায় উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ধসে পড়া সিল্কিয়ারা সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের মুখ দেখা যায়। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ছয় ইঞ্চি চওড়া পাইপলাইন পাঠানোর একদিন পর ক্যামেরায় শ্রমিকদের দেখা পাওয়া যায়।

  • 5/9

সিল্কিয়ারা টানেলে বন্দি ৪১ জন শ্রমিক সকলেই ১৭তম দিনে নিরাপদে বেরিয়ে এসেছেন। ঘটনাস্থলে এখন উৎসবের পরিবেশ রয়েছে। শ্রমিকদের বের করে প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিনিয়ালিসাউর কমিউনিটি হেলথ সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

  • 6/9

সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে নিরাপদে হাসপাতালে পাঠানোর পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই অপারেশনে নিযুক্ত সমস্ত উদ্ধারকারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিক ও তাদের পরিবারের মুখে হাসি ফোটানো গিয়েছে।

  • 7/9

মুখ্যমন্ত্রী বলেন যে, উদ্ধারকারী দলের তৎপরতা, প্রযুক্তির সহায়তা, টানেলের ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মুহুর্তের খবরাখবর রেখেছেন। শ্রমিকদের উদ্ধারের সময় মেডিকেল টিম থেকে শুরু করে সিএম ধামি এবং অন্যান্য আধিকারিকরা টানেলের ভিতরেই উপস্থিত ছিলেন।

  • 8/9

টানেসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে মোট ৫ অ্যাকশন প্ল্যান একসঙ্গে কাজে লাগানো হয়েছিল। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL) এর একটি দল, রেল বিকাশ নিগম লিমিটেডের (RVNL) একটি দল, সাতলুজ জল বিদ্যুত নিগমের (SJVN) একটি উদ্ধারকারী দল, ONGC-এর একটি দল এবং তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রচলিত একটি দল একত্রে কাজ করেছে।

  • 9/9

এ ছাড়াও, এই উদ্ধারকাজে সেনা, রাজ্য প্রশাসন, উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অসংখ্য স্থানীয় মানুষজন একত্রে কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে সিল্কিয়ারা থেকে ৪১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধারের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement
Advertisement