Advertisement

দেশ

থানার মধ্যে কোবরার তাণ্ডব! আতঙ্কে এ কী করলেন পুলিশকর্মীরা

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 14 Aug 2021,
  • Updated 1:39 PM IST
  • 1/7

সাপের আতঙ্কে জেরবার থানার কর্মীরা। হুড়োহুড়ি থেকে দৌঁড় কিছুই বাদ গেল না। সম্প্রতি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের একটি থানাতে আচমকা ঢুকে পড়ে একটি বিষধর। সাপ দেখেই ভয়ে থানা দেখে বেরিয়ে যান পুলিশ কর্মীরা 
 

  • 2/7

জানা গিয়েছে, ওই থানাটি একটি গ্রামের পাশেই। বর্ষাকালে গ্রামাঞ্চলে প্রায়ই সাপ বের হয়। আচমকা থানার মধ্যে ২ ফুট লম্বা কোবরা দেখে কার্যত ঘাবড়ে যান পুলিশ কর্মীরা।

  • 3/7

থানাতেই ঢুকেই থামেনি। উল্টে পুলিশ কর্মীদের তাড়াও করে সাপটি। এমনকি কয়েকজনকে ছোবলও মারার চেষ্টা করে। 

  • 4/7

তখনই থানায় পৌঁছান পুলিশকর্মী অনুজ কুমার। দক্ষতার সঙ্গে সাপটিকে ধরেন তিনি। ঘটনা কয়েকদিন আগের হলেও শুক্রবার রাতে উত্তরপ্রদেশ পুলিশ নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন।
 

  • 5/7

অনুজ কুমার জানান, সাপটিকে তাঁকে কামড়ানোর চেষ্টা করে। কিছুটা ঝুঁকি নিয়েই তিনি সাপটিকে ধরতে সক্ষম হন। 

  • 6/7

ওই পুলিশ কর্মী আরও জানান যে, ট্রেনিংয়ের সময়ে তা এগুলো শেখানো হয়েছিল। সাপকে না মেরে কিভাবে জীবিত অবস্থায় ধরা যায়। তিনি সেই ট্রেনিং মনে রেখেই সাপটিকে ধরেছেন। 

  • 7/7

অনুজ কুমার জানান, বেশিরভাগ সাপ বিষাক্ত হয় না। তবে এই সাপটির খুবই বিষাক্ত। সাপটিকে ধরার পরে পাশের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। 
 

Advertisement
Advertisement